Home বঙ্গ স্কুল কলেজের ছাত্রছাত্রীদের জন্য দারুণ সুযোগ

স্কুল কলেজের ছাত্রছাত্রীদের জন্য দারুণ সুযোগ

by banganews

ছাত্র-ছাত্রীদের সুবিধার্থে ইতিমধ্যেই বেশ কয়েকটি প্রকল্প চালু করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্কলারশিপ এর মধ্যে অন্যতম স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, যা বিকাশ ভবন স্কলারশিপ নামে পরিচিত। আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে, ২০২২ এর ফেব্রুয়ারি মাস পর্যন্ত এই স্কলারশিপের জন্য আবেদন করা যাবে৷

উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিকে 60% নম্বর পেলে পাওয়া যাবে এই স্কলারশিপ। পোস্ট গ্রাজুয়েশন ভর্তি হতে গেলে গ্রাজুয়েশনে পেতে হবে 53% নম্বর।
পারিবারিক বাৎসরিক আয় আড়াই লক্ষ টাকার কম হয় এবং ছাত্রছাত্রী যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হন তাহলেই এই স্কলারশিপ পাবেন।

 

২ লক্ষ টাকার সাবান, জেনে নিন কেন এতো দাম

কোন কোর্সের জন্য স্কলারশিপ চাইছেন তা অবশ্যই বেছে নিতে পারবেন। আবেদন করার সময় জন্মের শংসাপত্র, পরীক্ষার এডমিট কার্ড, আধার কার্ড, মার্কশিট এর ফটোকপি,  আয়ের শংসাপত্র প্রয়োজন হবে৷  স্কলারশিপ পাওয়ার জন্য নির্বাচিত হলে টাকা এ্যাকাউন্টে সরাসরি পাবেন।  বিশদ জানার জন্য  http://www.svmcm.wbmdfc.co.in/pages/display/156 এই লিঙ্ক টিতে যান।

You may also like

Leave a Reply!