Home বিনোদন গুগল ম্যাপে বচ্চন কণ্ঠস্বর, এবার সত্যি

গুগল ম্যাপে বচ্চন কণ্ঠস্বর, এবার সত্যি

by banganews

অমিতাভ বচ্চনের ব্যারিটোন ভয়েস ব্যবহৃত হয়েছিল সত্যজিৎ রায় ও মৃণাল সেনের ছবিতেও। এবার তার গলা শোনা যেতে পারে গুগল ম্যাপে।যদিও এর সরকারি ঘোষণা এখনো হয়নি তবে সূত্রের খবর যে ভারতে গুগল ম্যাপ এর সঙ্গে অমিতাভ বচ্চনের গলা ব্যবহার শুরু হতে চলেছে খুব শীঘ্রই। ভারতে গুগল মাপে এখন অবশ্য শোনা যায় এক নারীকন্ঠ। সেই জায়গায় শোনা যেতে পারে অমিতাভ বচ্চনের গলা। গণমাধ্যম ‘মিড ডে’ সূত্রে জানা গেছে ইতিমধ্যেই গুগলের সঙ্গে কথাবার্তা চূড়ান্ত হয়েছে অমিতাভ বচ্চনের।

আরও পড়ূন শচিন ভারতীয় দলের সম্পদ, বোঝালেন এক বিদেশি!

কিছুদিনের মধ্যেই নাকি অমিতাভ গুগল ম্যাপ এর জন্য কাজ শুরু করছেন।এখন ভারতে গুগল ম্যাপে যে কণ্ঠস্বর শোনা যায় সেটি নিউইয়র্কের বিনোদন কর্মী কারেন জ্যাকোসবেনের। কিন্তু তার মুখে ভারতের সব জায়গার নাম সঠিকভাবে উচ্চারিত হয় না। তাই সঠিক উচ্চারণ পেতে গুগল অমিতাভ বচ্চনের দ্বারস্থ হয়েছে। সেইসঙ্গে পাওয়া যাবে এক ব্যারিটোন ভয়েসও।সংস্থার তরফে সংবাদমাধ্যমকে বলা হয়েছে, “এই কাজের জন্য অমিতাভ বচ্চন যোগ্য ব্যক্তি। সেই জন্যই তাকে প্রস্তাব দেওয়া হয়েছে। তবে এখনো চুক্তি স্বাক্ষর হয়নি”। সূত্রটি আরো জানিয়েছে উনি যদি কাজটি করতে রাজি হন তবে তাকে বাড়ির বাইরে যেতে হবে না। সামাজিক দূরত্ব বজায় রেখে বাড়িতেই হবে রেকর্ডিং।

You may also like

Leave a Reply!