Home দেশ জমি বিবাদের জেরে এক পুরোহিতকে পুড়িয়ে মারার অভিযোগ

জমি বিবাদের জেরে এক পুরোহিতকে পুড়িয়ে মারার অভিযোগ

by banganews

জয়পুর, ৯ অক্টোবর, ২০২০ঃ জমি নিয়ে বিবাদের জেরে রাজস্থানের এক পুরোহিতকে পুড়িয়ে মারার অভিযোগ উঠল। রাজস্থানের জয়পুরের করৌলি জেলায় এই ঘটনা ঘটেছে। সূত্রের খবর বাবুলাল বৈষ্ণব নামের এক পুরোহিত গ্রামের রাধাকৃষ্ণ মন্দিরে পুজো করতেন। ওই মন্দিরের সম্পত্তি থেকে ১৩ বিঘা জমিতে চাষাবাদের অনুমতি দেওয়া হয় বাবুলালকে। কোনো মন্দিরের সেবায়ত পুরোহিতকে জমি দেওয়ার রীতি চলে আসছে বহুদিন ধরে। এই জমিগুলিকে ‘মন্দির মাফি’ বলা হয়। কিন্তু জমি ঘিরে বিবাদের সৃষ্টি হয়। সেই জমির একাংশে বাড়ি তৈরি করার পরিকল্পনা করেন পুরোহিত বাবুলাল।

আরও পড়ুন কেন্দ্রের কোভিড চিকিৎসার নিদানকে তুলোধনা মেডিক্যাল কাউন্সিলের

সেইমত জমির একটি ঢিবি ভেঙ্গে জায়গাটিকে সমান করেন বাবুলাল। এরপরেই মীনা সম্প্রদায়ের একদল লোক প্রতিবাদ জানিয়ে সেই জমি তাঁদের বলে দাবী করে। বিষয়টি নিয়ে বিচার হলে গ্রামের মোড়ল পুরোহিতের পক্ষেই কথা বলে। এরপরে মীনা সম্প্রদায়ের লোকেরা সেই জমিতে জোর করে কুড়েঘড় তৈরি করতে উদ্যত হলে বাবুলাল বাধা দিলে বিবাদে জড়িয়ে পড়েন। বাবুলালের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় তাঁরা। বাবুলালকে তড়িঘড়ি ভর্তি করা হয় এসএমএস হাসপাতালে। গতকাল সন্ধেবেলা মৃত্যু হয় তাঁর । মৃত্যুর আগে পুলিশের কাছে ৬ জনের নাম জানান বাবুলাল। সেই সূত্র ধরেই কৈলাস মীনা নামে একজন কে গ্রেপ্তার করে খুনের মামলা দায়ের করা হয়েছে।

You may also like

Leave a Reply!