Home পাঁচমিশালি জঙ্গলের মধ্যে থেকে উঁকি মারছে মানুষের মত পা! মুহুর্তে ভাইরাল ছবি

জঙ্গলের মধ্যে থেকে উঁকি মারছে মানুষের মত পা! মুহুর্তে ভাইরাল ছবি

by banganews

সোস্যাল মিডিয়ার মাধ্যমে মানুষ প্রতিদিনই কিছু না কিছু অবাক করা মুহূর্তের সম্মুখীন হয়। এরকমই একটি অদ্ভুত ছবি সোস্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। এই ছবিটিতে দেখা যাচ্ছে কাঠের গুঁড়ির নীচে একটি পায়ের পাতা। পায়ের পাতায় পাঁচটি আঙুল এবং আঙুলে নখও রয়েছে। তবে রঙটা ঠিক মানুষের পায়ের পাতার মতো নয়। আবার কোনো চেনা জানা প্রাণীরও গায়ের রঙ ঠিক এরকম হয় না। নীল-ধূসর বর্ণের এই পায়ের পাতা তাহলে কার? এমন একটি প্রশ্নই নেটিজেনদের কাছে রহস্যের সৃষ্টি করেছে।

আরও পড়ুন সরকারী কর্মীদের ওয়ার্ক ফ্রম তদারকি করবে নবান্ন তৈরী হল নতুন সফটওয়্যার

ভারতীয় বন বিভাগের আধিকারিক সুশান্ত নন্দা রবিবারে টুইটারে ছবিটি শেয়ার করে লিখেছেন , “আপনি কি এই প্রাণীটিকে শনাক্ত করতে পারবেন?” রবিবার শেয়ার হওয়ার পরেই ছবিটিতে প্রায় এক হাজারেরও বেশি লাইক এবং কয়েকশোরও বেশি কমেন্ট করা হয়েছে। একজন লিখেছেন, “এটা ভয়ঙ্কর দেখতে,” অন্য একজন লিখেছেন, “আমি এরম যে কিছু দেখেছি তা এখনি ভুলে যেতে চাই।” অনেকেই অনুমান করার চেষ্টা করেছেন এবং তাঁদের সকলেই লেঙ্গুর, শিম্পাঞ্জি,গরিলার আঙুল কিছুই বাদ দেননি তবে কোনোটাই সঠিক নয়। কিছুক্ষণ পরে সুশান্ত নন্দ মানুষের কৌতূহল মেটানোর জন্য আসল তথ্য সবাইকে জানিয়ে আবার একটি টুইট করেন। সেখানে সুশান্ত জানান, ছবিটি আসলে এক ধরণের ছত্রাকের। সেই সঙ্গে একটি ওয়েবসাইটের লিঙ্কও শেয়ার করেছেন তিনি যেখানে এই ছত্রাকের বিবরণে লেখা রয়েছে ‘ডেড ম্যানস ফিঙ্গারস’ বা জাইলারিয়া পলিমোরফা। বিশেষজ্ঞদের মতে এই ছত্রাকটির এরকম অদ্ভুত নামের কারণ হল হঠাৎ করে কেউ এই ছত্রাক দেখলে মনে হবে যেন জঙ্গলের মধ্যে পাথরের ফাঁক দিয়ে মানুষের আঙুল বেরিয়ে রয়েছে। ডেড ম্যানস ফিঙ্গার সাধারণত দুই থেকে পাঁচটি শাখা একসঙ্গে ক্লাস্টার করে বৃদ্ধি পায়। জঙ্গল এবং কাঠের পরিমাণ বেশি এরম অঞ্চলে সাধারণত এটি দেখতে পাওয়া যায়। এটি সাধারণত ক্ষয়ে যাওয়া কাঠ এবং পচা গাছের কাণ্ড থেকে সৃষ্টি হয়।

You may also like

Leave a Reply!