Home বঙ্গ নেপালে পাচারের ছক! শিলিগুড়িতে তক্ষক-সহ গ্রেফতার ১

নেপালে পাচারের ছক! শিলিগুড়িতে তক্ষক-সহ গ্রেফতার ১

by banganews

সীমান্তের ওপারে নেপালে পাচারের পরিকল্পনা। শিলিগুড়িতে উদ্ধার হল তক্ষক। বাদ গেল না হাতির দেহাংশ। এক ব্যক্তিকে আটক করে বন দফতরের হাতে তুলে দিলেন জওয়ানরা।

বন দফতর সূত্রে খবর, ধৃতের নাম নিত্যানন্দ শীল। বাড়ি, শিলিগুড়ি লাগোয়া ফাঁসিদেওয়া এলাকায়। শিলিগুড়ি থেকে নেপালে তক্ষক ও হাতির দেহাংশ পাচারের চেষ্টা করছিল সে। গোপন সূত্রে খবর পেয়ে স্থানীয় খড়িবাড়ি এলাকায় অভিযান চালান SSB-র ৪১ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা। ধরা পড়ে নিত্যানন্দ। আটক করা হয় তাকে। উদ্ধার হয় তক্ষক ও হাতির দেহাংশও।

 

অস্ত্রোপচার করে কানে ব্লুটুথ হেডফোন! পরীক্ষায় নকল করতে গিয়ে ধৃত পড়ুয়া

উল্লেখ্য, কয়েকদিন আগেই হাতির দাঁত পাচারের অভিযোগ গ্রেফতার করেছিল বন দফতর। শুধু তাই নয়, সেই ঘটনার তদন্তে নেমে শিলিগুড়ির ফাঁসিদেওয়ার হাঁসখোলা এলাকা থেকে হাতি দেহাংশ সহ গ্রেফতার করা হয় আরও একজনকে। বন দফতরের রেঞ্জার সোনম ভুটিয়া জানিয়েছেন, তদন্ত চলছে। এই পাচারচক্রের সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।

You may also like

Leave a Reply!