Home বঙ্গ জাহাঙ্গিরপুরীতে তৃণমূল প্রতিনিধিরা, উচ্ছেদে স্থগিতাদেশ বহাল সুপ্রিম কোর্টের

জাহাঙ্গিরপুরীতে তৃণমূল প্রতিনিধিরা, উচ্ছেদে স্থগিতাদেশ বহাল সুপ্রিম কোর্টের

by banganews

দিল্লির জাহাঙ্গিরপুরীর ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল। তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই জরুরি সফর। বিজেপির মদতে যেভাবে খোদ রাজধানীতে গরিব মানুষদের জীবন- জীবিকায় আঘাত হানা হচ্ছে এবং ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে সাধারণ মানুষকে হেনস্তা করা হচ্ছে তার প্রকৃত ছবি দেশের সামনে তুলে ধরতেই বিপন্ন মানুষের সঙ্গে কথা বলে ঘটনার রিপোর্ট তুলে ধরবেন তৃণমূল প্রতিনিধিরা।

দিল্লির হিংসায় ধৃত আনসারের বিজেপি-যোগ স্পষ্ট, ছবিসহ টুইট তৃণমূল নেতাদের

এদিকে, জাহাঙ্গিরপুরীর উচ্ছেদ প্রক্রিয়ায় স্থগিতাদেশ বহাল রাখল সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালতের এই নির্দেশে মুখ পুড়েছে বিজেপি শীর্ষ নেতৃত্বের। অন্যদিকে, বুধবার উচ্ছেদের নির্দেশ জারির পরেও যেভাবে কয়েক ঘণ্টা বুলডোজার দিয়ে ভাঙচুর চালিয়ে গিয়েছে বিজেপি পরিচালিত পুরসভা ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নিয়ন্ত্রণে থাকা দিল্লি পুলিশ, তাকে ‘গুরুতর বিষয়’ বলে মন্তব্য করেছে দেশের শীর্ষ আদালত। দুই সপ্তাহ পরে মামলাটির পরবর্তী শুনানি হবে। এর মধ্যে উত্তর দিল্লি মিউনিসিপ্যাল কর্পোরেশনকে উচ্ছেদের নির্দেশ সংক্রান্ত সমস্ত কাগজপত্র এবং লিখিত বক্তব্য আদালতে পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের বিচারপতি এল নাগেশ্বর রাও এবং বি আর গাভাই-এর বেঞ্চে বৃহস্পতিবার মামলার শুনানি হয়।

You may also like

Leave a Reply!