Home বঙ্গ সাহিত্যিক মনোরঞ্জন ব্যাপারীকে লাইব্রেরিতে চাকরি দিলেন মমতা

সাহিত্যিক মনোরঞ্জন ব্যাপারীকে লাইব্রেরিতে চাকরি দিলেন মমতা

by banganews

দক্ষিণ ২৪ পরগণা, ২৬ অগাস্ট, ২০২০ঃ মনোরঞ্জন ব্যাপারী একসময় নকশাল আন্দোলনে যুক্ত ছিলেন৷ পরবর্তীতে সাহিত্যিচর্চা শুরু করেন । সাহিত্যিক হিসেবে পুরস্কারও পেয়েছেন। কিন্তু অর্থাভাবে এখনও রান্নার কাজ করেন সত্তরোর্ধ্ব এই সাহিত্যিক। কিন্তু এই বয়সে আর পরিশ্রম করতে পারছেন না বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জানান তিনি। একথা জানতে পেরেই মুখ্যমন্ত্রীর নির্দেশে দক্ষিণ ২৪ পরগনার বিদ্যানগর জেলা গ্রন্থাগারের পদে নিয়োগ করা হল মনোরঞ্জনবাবুকে।

আরও পড়ুন সাত সকালে ভূমিকম্পে কেঁপে উঠল বাংলা

১৯৫৩ সালে বাংলাদেশ ছেড়ে এদেশে চলে আসেন মনোরঞ্জনবাবু। ঠিকানা রিফিউজি ক্যাম্প। ১৪ বছর বয়সে পেটের তাগিদে দন্ডকারণ্যে যান। সেখানেই নকশাল আন্দোলনে জড়িয়ে পড়েন। কলকাতায় ফিরতেই জেল হয় তাঁর। এরপর রিক্সা চালিয়েই দিন গুজরান। সেসময় কিছু সাহিত্যিকের সংস্পর্শে আসেন তিনি। শুরু হয় সাহিত্যচর্চা। বাংলা আকাদেমি থেকে পুরস্কারও পান। এসবে মনের খিদে মিটলেও অর্থকষ্ট ছিলই। উপার্জনের জন্য দীর্ঘদিন ধরেই রাঁধুনির কাজ করছিলেন তিনি। এই বয়সে পৌঁছে কাজের আবেদন করেছিলেন মুখ্যমন্ত্রীর কাছে। গ্রন্থাগারে নিয়োগের খবরটি পাওয়ার পরই মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন সাহিত্যিক মনোরঞ্জন ব্যাপারী।

You may also like

Leave a Reply!