Home বঙ্গ করোনা আক্রান্ত হয়ে এগরার বিধায়কের জীবনাবসান

করোনা আক্রান্ত হয়ে এগরার বিধায়কের জীবনাবসান

by banganews

এগরা,  ১৭ অগাস্ট ২০২০   :  ফলতার বিধায়কের পর এবার করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারালেন পূর্ব মেদিনীপুর জেলার এগরা বিধানসভার বিধায়ক সমরেশ দাস। গত ১৮ই জুলাই ওই বিধায়কের করোনা পজেটিভ রিপোর্ট পাওয়া যায়। এরপর সোমবার সোমবার ভোর ৪টা ১৫ মিনিট নাগাদ কলকাতার আমরি হাসপাতালে বিধায়কের জীবনাবসান ঘটে। স্বাভাবিকভাবে প্রবীণ রাজনীতিবিদের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা পূর্ব মেদিনীপুর জেলার রাজনৈতিক মহলে।

আরও পড়ুন : আজ সোমবার, কেমন যাবে আজকের দিন! জেনে নিন আজকের রাশিফল

গত কয়েক মাস আগে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল তৃণমূলের ফলতার বিধায়ক তমোনাশ ঘোষের। এবার তারপরেই করোনা আক্রান্তের পাশাপাশি শ্বাসকষ্ট জনিত রোগ নিয়ে প্রাণ হারালেন পূর্ব মেদিনীপুর জেলার এগরা বিধানসভার তৃণমূলের বিধায়ক তথা প্রবীণ রাজনীতিবিদ সমরেশ দাস। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। গত প্রায় এক মাস ধরে তিনি করোনার পাশাপাশি শ্বাসকষ্ট জনিত রোগ নিয়ে ভুগছিলেন।

এরপর সোমবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। উল্লেখ্য, গত প্রায় এক মাস আগে ওই বিধায়ক জ্বর, সর্দি, কাশি নিয়ে অসুস্থ হয়ে পড়ে।তার পরীক্ষায় পজিটিভ ধরা পড়ে। চিকিৎসার সাড়া না পাওয়ায় কলকাতায় নিয়ে যাওয়া হয়। সেখানেই আজ ভোরে তাঁর মৃত্যু হয়।

আরও পড়ুন : ছন্দে ফিরছে দিঘা, আশার আলো দেখছে ব্যবসায়ীরা

বিধায়ক সমরেশ দাসের প্রয়াণে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী গভীর শোক প্রকাশ করে বলেন, “তাঁর মৃত্যুতে রাজনৈতিক জগতে শূন্যতার সৃষ্টি হল। আমি সমরেশ দাসের পরিবার-পরিজন ও অনুরাগীদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।”

You may also like

Leave a Reply!