Home দেশ সংসদ ভবনের অ্যানেক্স বিল্ডিংয়ে আগুন, দমকলের পাঁচটি ইঞ্জিনের চেষ্টায় নিয়ন্ত্রণে

সংসদ ভবনের অ্যানেক্স বিল্ডিংয়ে আগুন, দমকলের পাঁচটি ইঞ্জিনের চেষ্টায় নিয়ন্ত্রণে

by banganews

দিল্লি,১৭ অগাস্ট,২০২০ঃ আগুন লাগল সংসদ ভবনের অ্যানেক্স বিল্ডিংয়ে। সকাল সাড়ে সাতটা নাগাদ দিল্লির দমকল ভবনে ফোন করে জানানো হয় আনেক্স বিল্ডিংয়ের ৬ তলায় আগুন লেগেছে। ঘটনাস্থলে পৌঁছায় দমকলের পাঁচটি ইঞ্জিন। ফায়ার সার্ভিসের ডিরেক্টর অতুল গর্গ জানিয়েছেন ঘন্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কী করে আগুন লাগল তা সঠিক জানা না গেলেও অনুমান করা হচ্ছে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে।

আরও পড়ুন বিজেপিতে বীতশ্রদ্ধ, দল ছাড়ছেন নেতা কর্মীরা

করোনা আবহে অ্যানেক্স ভবনে কর্মীদের যাতায়াত এখন অনেকটাই কম। ঘটনার সময় অফিসের কোনো কর্মী সেখানে উপস্থিত না থাকায় হতাহতের সম্ভাবনা এড়ানো গিয়েছে। করোনা সংকটের জেরে রাজ্যসভা ও লোকসভা সংসদের দুই কক্ষে অধিবেশন বন্ধ। সূত্রের খবর আগামী ২৩ শে সেপ্টেম্বরের মধ্যে বর্ষাকালীন অধিবেশন শুরু করতে হবে। সামাজিক দূরত্ব বজায় রেখে কিভাবে তা শুরু করা হবে তা নিয়ে চিন্তাভাবনা চলছে।

You may also like

Leave a Reply!