Home দেশ ওমিক্রন সন্দেহে দিল্লির হাসপাতালে ভর্তি ১২ জন

ওমিক্রন সন্দেহে দিল্লির হাসপাতালে ভর্তি ১২ জন

by banganews

ওমিক্রন আক্রান্ত, এই সন্দেহে ১২ জন ব্যক্তিকে  দিল্লির লোকনায়ক জয়প্রকাশ নারায়ণ হাসপাতালে (এলএনজিপি) ভর্তি করা হল। প্রত্যেকেই বিদেশ থেকে ভারতে ফিরেছেন।

 

 

জানা গিয়েছে ১২ জনের মধ্যে ১০ জনের কোভিড রির্পোট পজিটিভ৷ বাকি দু’জনের শরীরে করোনার উপসর্গ রয়েছে কিন্তু তাঁদের এখনও পরীক্ষা হয়নি।

 

 

বৃহস্পতিবার আট জন ব্যক্তি কোভিড আক্রান্ত এই সন্দেহে হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার সকালে আরও চার জনকে ভর্তি করা হয়েছে, তার মধ্যে দু’জন ইংল্যান্ড থেকে এসেছেন। বাকি দু’জন ফ্রান্স এবং নেদারল্যান্ডস থেকে ভারতে এসেছেন।

 

 

এই ১২ জনের জিনোম সিকোয়েন্স পরীক্ষা করা হবে৷ করোনা ভাইরাসের কোন রূপে তাঁরা আক্রান্ত তা জানা যাবে এই পরীক্ষায় ।  ওমিক্রন আক্রান্ত সন্দেহে রোগীদের এলএনজিপি হাসপাতালে ভর্তি করা হয়।

 

তিনদিনের মুম্বই সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

জয়পুরে একই পরিবারের ৯ জন করোনা আক্রান্ত। তারমধ্যে  ৪জন দক্ষিণ আফ্রিকা থেকে ফিরেছে। পরিবারের প্রত্যেকেরই  জিনোম সিকোয়েন্স পরীক্ষা করা  হবে বলে জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রক।

You may also like

Leave a Reply!