Home বিদেশ রুশ এ পালিত করা হোল অন্যরকম ভিকট্রি ডে।

রুশ এ পালিত করা হোল অন্যরকম ভিকট্রি ডে।

by banganews

রুশ এ প্রতিবার খুব ধুম ধাম করে ভিক্টট্রি ডে। কিন্তু এই বছর অন্য ভাবে পালন করা হল এই দিন। অন্য বছর হাজার রুশ সৈনিক প্যারেড করে পালন করা হত সাথে অনেক বড়ো বড়ো হাতিয়ার এর প্রদর্শনী করা হত। কিন্তু করোনা র জন্য এবারে সব ফাঁকা। কেউ কোথাও নেই। রুশ এয়ার ফোর্স পালন করেছে ফ্লাইপাস করে। জার্মানী ৭৫ বছরের ৭৫ টি বিমান উড়ান করেছিলো।

রুশ রাষ্ট্রপতি ব্লাডি পুতিন টুম্ব অফ ই আননোন সোলজার এ সম্মান জানিয়েছেন দেশ কে। উনি বললেন যখন আমরা একজোট হব তখন অজয় হয়। কিন্তু প্রতিবেশী দেশ বেলারমে অন্য জিনিষ দেখা গেলো। রাষ্ট্রপতি লুকা সেন্কো প্যারেড করাবেন বলে মনস্থির করেছিলো। এই জন্য অনেক সৈন্য প্যারেড করলেন হাতিয়ার নিয়ে।

এই সময়ে অনেক লোক জমায়েত হয় ওই দেশে। এই নিয়ে সমালোচনা র ঝর হয় কারণ বেলারুজে করোনা খুব তাড়াতাড়ি বাড়ছে। রুশ প্রথমে নিশ্চিন্ত ছিল এই নিয়ে কিন্তু কিছুদিন এ করোনা ভাইরাস ভালই প্রভাব ফেলেছে। রাষ্ট্র পতি পুতিন বলেছেন আসল ধাক্কা এখনও আসা বাকি আছে।

You may also like

Leave a Reply!