Home ফিচার সাবধান! হোয়াটসঅ্যাপে হার্ট ইমোজি পাঠালেই দিতে হবে জরিমানা

সাবধান! হোয়াটসঅ্যাপে হার্ট ইমোজি পাঠালেই দিতে হবে জরিমানা

by banganews

বর্তমানে হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন না এমন ব্যক্তি খুঁজে পাওয়া মুশকিল। যোগাযোগ রক্ষায় ব্যবহারকারীদের প্রথম পছন্দ হোয়াটসঅ্যাপ। কিন্তু এবার এই অ্যাপটির ব্যবহারকারীরা সমস্যায় পড়তে পারেন। কেন? জেনে নিন বিশদে।

এবার থেকে হার্ট সাইন পাঠালেই পড়তে হবে সমস্যায়, এমনকি হতে পারে জেল এবং জরিমানাও। ইতিমধ্যেই এই নিয়ম চালু করা হয়েছে। তবে এই নিয়ম শুধুমাত্র সৌদি আরবের বাসিন্দাদের জন্য। সূত্রের খবর, এই নিয়ম না মেনে কেউ হার্ট ইমোজি পাঠালে সৌদি রিয়াল অনুযায়ী 100,000 SR জরিমানা করা হবে। ভারতীয় মুদ্রায় যা প্রায় 19 লাখ 90 হাজার 328 টাকা। এছাড়াও পাঁচ বছরের জেল হতে পারে।

 

একটি অ্যাপের মাধ্যমেই ভারতে প্রথমবার অ্যাপ ক্যাব এবং অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করল ‘ওকে ক্যাবস’

সৌদি আরবের অ্যান্টি ফ্রড অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়েছে, হোয়াটসঅ্যাপে হার্ট ইমোজি পাঠানো কাউকে হেনস্তা করার সমান। হোয়াটসঅ্যাপে চ্যাট করার সময় কেউ যদি এই ধরনের ছবি বা ইমোজি পাঠায় তাহলে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে এবং দোষ প্রমাণিত হলে শাস্তিও পেতে হবে।

You may also like

Leave a Reply!