Home লাইফস্টাইল শারীরিক চাহিদা পূরণে ব্যর্থ স্বামী, পরকীয়ার ঝোঁক বেশি মহিলাদের

শারীরিক চাহিদা পূরণে ব্যর্থ স্বামী, পরকীয়ার ঝোঁক বেশি মহিলাদের

by banganews

শারীরিক চাহিদা পূরণে ব্যর্থ স্বামী! সন্তানের জন্মের পরেই মহিলাদের মধ্যে বাড়ছে পরকীয়ার ইচ্ছা। এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে এক সমীক্ষায়।

 

 

সম্প্রতি, Gleeden এর তরফে একটি সমীক্ষার আয়োজন করা হয়েছিল ভারতে। আর এই সমীক্ষাতেই দেখা গিয়েছে, পরকীয়াতে আসক্ত যেসব মহিলা তাঁদের মধ্যে ৪৮ শতাংশই সন্তানের জন্ম দিয়েছেন। তাঁদের মধ্যে ৭৮ শতাংশ মহিলাই শিক্ষিত এবং ৭৪ শতাংশ মহিলাই আর্থিকভাবে সাবলম্বী।

 

তাঁদের অভিযোগ, সঙ্গীরা তাঁদের শারীরিক চাহিদা পূরণ ব্যর্থ। এই সমীক্ষাতে অধিকাংশ মহিলারাই জানিয়েছেন, তাঁরা অত্যন্ত আকর্ষনীয় কিন্তু তাঁদের স্বামীরা ততটাও আকর্ষণীয় নন। ৬৪ শতাংশ মহিলার দাবি, স্বামীর সঙ্গে সঙ্গমেই লিপ্ত হন না তাঁরা এবং ৫৯ শতাংশের দাবি স্বামীর সঙ্গে সঙ্গমে তৃপ্ত নন তাঁরা।

 

আর শুধুমাত্র চার দেওয়ালের মধ্যে বন্ধ থাকছেন না মহিলারা, শারীরিক চাহিদা নিয়ে সরব হচ্ছেন তাঁরাও। কোনও কিছুর সঙ্গেই আপোসে রাজি নন তাঁরা বলেই জানাচ্ছে এই সমীক্ষা।

 

 

উল্লেখ্য, Gleeden একটি প্রথম সারির ওয়েব পোর্টাল যেখানে একটি সম্পর্কে থাকাকালীনও সঙ্গীর খোঁজ করতে পারেন মহিলারা। ভারতে Gleeden-এর ইউজার ১০ লাখেরও বেশি।

নতুন বছরে জামা জুতোয় চাপছে কেন্দ্রের অতিরিক্ত জিএসটি

এই সংস্থার তরফেই ৩০ থেকে ৬০ বছরের মহিলাদের মধ্যে এই সমীক্ষাটি করা হয়েছিল।

You may also like

Leave a Reply!