Home পাঁচমিশালি শিম্পাঞ্জি আর একদল মাছের একটি সুন্দর ভিডিও ফুটেজ সোস্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

শিম্পাঞ্জি আর একদল মাছের একটি সুন্দর ভিডিও ফুটেজ সোস্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

by banganews

পশুপাখিদের নানান কার্যকলাপ মানুষকে মুগ্ধ করে বারবার। প্রাণীদের মানুষের মতো আচরণের অদ্ভুত ঘটনাও উঠে আসে। সেরকমই শিম্পাঞ্জি আর একদল মাছের একটি সুন্দর ভিডিও ফুটেজ সোস্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। শিম্পাঞ্জিটির মাছেদের খাবার খাওয়ানোর এই মানবিক দৃশ্যে আপ্লুত নেটিজেনরা।

https://twitter.com/susantananda3/status/1270894654175637510

আইএফএস অফিসার সুশান্ত নন্দা এই ভিডিওটি টুইট করেছিলেন। তিনি ভিডিওটি আপলোড করে লিখেছিলেন শিম্পাঞ্জি প্রায় 98% মানুষের মতো আচরণ করে। টুইট করার একঘণ্টার মধ্যে এই চোদ্দ সেকেন্ডের ভিডিওটি প্রায় সতেরোশো বার দেখা হয়েছে।
ভিডিওটিতে দেখা গেছে, শিম্পাঞ্জিটি পুকুরের ওপর একটি কাঠের ব্রিজের ওপর বসে আছে। একদল সাদা রঙের মাছকেও জলে ঘুরে বেড়াতে দেখা গেছে। শিম্পাঞ্জিটি কিছুক্ষণ পরে একটি প্লেট থেকে খাবার নিয়ে মাছেদের দেওয়ার সাথে সাথেই মাছগুলি ঐ খাবারের দিকে ছুটে এসে খেয়ে ফেলছে।
শিম্পাঞ্জি এবং মাছের এই বন্ধুত্বের ঘটনায় সবাই অবাক। সাত হাজার বার দেখা এই ভিডিওটি অসংখ্য বার শেয়ার হয়েছে। নেটিজেনরা এই ভিডিওটি বারবার দেখেছেন এবং বিভিন্ন মন্তব্য করেছেন। এই সুন্দর দৃশ্যটি দেখার সুযোগ করে দেওয়ার জন্য অনেকেই সুশান্ত নন্দা কে ধন্যবাদ জানিয়েছেন।

You may also like

Leave a Reply!