Home দেশ কৃষিবিলের বিরুদ্ধে বিক্ষোভ অব্যাহত, ট্রাক্টরে আগুন

কৃষিবিলের বিরুদ্ধে বিক্ষোভ অব্যাহত, ট্রাক্টরে আগুন

by banganews

নয়াদিল্লি, ২৮ সেপ্টেম্বর ২০২০ :  কৃষি বিলের বিরুদ্ধে উত্তাল দেশ। তারই মধ্যে সোমবার সকালে দিল্লির রাজপথে, ইন্ডিয়া গেটের কাছে একটি ট্রাকে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় দমকল বাহিনী। কিছুক্ষণের মধ্যেই পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন :  আদালতে জামিন খারিজ ক্ষিতিজের, ‘চক্রান্ত’ বললেন করণের কর্মী

কৃষিবিল নিয়ে দেশব্যাপী এই আন্দোলন তীব্র থেকে তীব্রতর হচ্ছে। প্রতিবাদে উত্তাল একাধিক রাজনৈতিক দল। এর প্রতিবাদে কৃষক সংগঠনের তরফ থেকে ভারত বনধের ডাক দেওয়া হয়েছে। পাঞ্জাব, উত্তরপ্রদেশ, হরিয়ানা, মহারাষ্ট্র সহ দেশের অন্যান্য রাজ্যের কৃষকরা এই বনধে অংশ নেন।
অন্যদিকে, বিরোধীদের আবেদন খারিজ করে গতকাল ওই তিনটি বিলেই সম্মতি দিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।

You may also like

Leave a Reply!