Home দেশ স্বামীর পৈত্রিক বাড়ির উপরে অধিকার আছে স্ত্রীয়ের, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট

স্বামীর পৈত্রিক বাড়ির উপরে অধিকার আছে স্ত্রীয়ের, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট

by banganews

বঙ্গ নিউস, ১৬ অক্টোবর, ২০২০ঃ  স্বামীর পৈত্রিক বাড়ির উপর পূর্ণ অধিকার আছে স্ত্রীয়ের। গার্হস্থ্য হিংসা মামলার রায় ঘোষণা করতে গিয়ে এমনটাই জানিয়েছে দেশের শীর্ষ আদালত। বিচারপতি তরুন বাত্রার নেতৃত্বাধীন দুই সদস্যের বেঞ্চ একটি মামলার রায় দিতে গিয়ে জানায় স্বামীর পৈত্রিক বাড়ির উপরে স্ত্রীয়ের কোনো অধিকার নেই। কিন্তু ডিভিশন বেঞ্চের এই রায় খারিজ করে বিচারপতি অশোক ভূষণের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ জানিয়ে দেয় স্বামীর পৈত্রিক ভিটের উপরে তাঁর স্ত্রীয়ের সমান অধিকার রয়েছে।

আরও পড়ুন কোর্টের নির্দেশে ভেঙ্গে ফেলা হবে মিঠুন চক্রবর্তীর রিসর্ট

২০০৫ সালের গার্হস্থ্য হিংসা মামলা আইনেও সেই উল্লেখ রয়েছে। এই নির্দেশের পাশাপাশি তিন সদস্যের ডিভিশন বেঞ্চ জানিয়েছে বিবাহিত মহিলাকে তাঁর বাসস্থানের অধিকার দিতে হবে। যদি দেওয়ানি আদালত স্বামীর বাড়ি থেকে স্ত্রীকে উৎখাতের নির্দেশ দেয় তাহলে ফৌজদারি আদালত তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে।

You may also like

Leave a Reply!