Home দেশ কৃষি আইন প্রত্যাহারের দাবিতে বুধবার কেন্দ্রের সঙ্গে ফের বৈঠকে বসবেন কৃষকরা

কৃষি আইন প্রত্যাহারের দাবিতে বুধবার কেন্দ্রের সঙ্গে ফের বৈঠকে বসবেন কৃষকরা

by banganews

দিল্লি, ২৯ ডিসেম্বর, ২০২০ঃ কৃষক বিক্ষোভ একমাস অতিক্রান্ত। এখনও দিল্লির বিভিন্ন সীমান্তে কৃষক আন্দোলন অব্যাহত। কেন্দ্রের সঙ্গে দফায় দফায় বৈঠকের পরেও মেলেনি সমাধানসূত্র। কেন্দ্রের প্রস্তাব ছিল কৃষকদের স্বার্থে আইন সংশোধন করা হবে। তবে কৃষি আইন প্রত্যাহারের দাবিতে অনড় কৃষকরা। তাঁদের অনেকের দাবি নিশ্চয়তা দিতে হবে ফসলের ন্যূনতম সহায়ক মূল্যেরও।

আরও পড়ুন বিশ্বভারতীর থেকে রাস্তা ফেরত নিচ্ছে রাজ্য সরকার

এনিয়ে আজ মঙ্গলবার আলোচনায় বসতে রাজী হয়েছিলেন কৃষকরা। তবে এই বৈঠক আগামীকাল দুপুর দুটোয় দিল্লি বিজ্ঞানভবনে হবে। গতকাল কেন্দ্রের তরফে কৃষকদের চিঠি দিয়ে জানিয়েছেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর। কৃষক নেতারা জানিয়েছেন মোট ৩ টি বিষয় নিয়ে কেন্দ্রকে আলোচনা করতে হবে। MSP-র গ্যারান্টি সরকারকে দিতে হবে, আইনে বেশকিছু সংশোধনী আনতে হবে। আর কৃষি আইন প্রত্যাহারের পদ্ধতি সরকারকে জানাতে হবে। কৃষক নেতা দর্শন পাল বলেন, আগামী ৩০ ডিসেম্বর কৃষি বিলের বিরুদ্ধে ট্র্যাক্টর র‍্যালি করবে কৃষকরা। সরকার যদি চায় আমরা রাস্তা ব্লক না করি তাহলে কৃষি আইন প্রত্যাহার করা হোক।

You may also like

Leave a Reply!