Home দেশ হাথরাসের তদন্তভার নিল সিবিআই

হাথরাসের তদন্তভার নিল সিবিআই

by banganews

হাথরাস, ১০ অক্টোবর, ২০২০ঃ  হাথরাস গনধর্ষণ নিয়ে তোলপাড় হয়ে গিয়েছিল গোটা দেশ। চাপের মুখে সিবিআই তদন্তের সুপারিশ করেছিল যোগী আদিত্যনাথ। অবশেষে আজ উওরপ্রদেশ পুলিশের হাত থেকে হাথরাস গনধর্ষণ তদন্তের দায়িত্বভার নিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। গত ১৪ সেপ্টেম্বর হাথরাসে এক দলিত যুবতীকে ধর্ষণ করা হয়। ১৫ দিনের মাথায় মৃত্যু হয় নির্যাতিতার।

আরও পড়ুন একুশের বিধানসভা ভোটে জোটেই লড়বে বাম-কংগ্রেস

এরপরেই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। রাতের অন্ধকারে পরিবারকে না জানিয়ে নির্যাতিতার দেহ পুড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে। তারপর নির্যাতিতার পরিবারকে কার্যত গৃহবন্দী করে রাখে পুলিশ। কংগ্রেস প্রতিনিধি থেকে তৃণমূল সাংসদ এমনকি সংবাদমাধ্যমকে প্রবেশে বাধা দেয় পুলিশ। পরে চাপের মুখে নতি স্বীকার করে জেলাশাসক , পুলিশসুপার সহ সাত পুলিশ কর্মীকে সাসপেন্ড করে যোগী প্রশাসন। সিবিআই তদন্তের পক্ষে মত দেন। অবশেষে আজ হাথরাস গনধর্ষণের তদন্তভার নিল সিবিআই।

You may also like

Leave a Reply!