Home বিদেশ বৈরুতে ভয়ঙ্কর বিস্ফোরণ, মৃত কমপক্ষে ১০

বৈরুতে ভয়ঙ্কর বিস্ফোরণ, মৃত কমপক্ষে ১০

by banganews

লেবানন , ৪ আগস্ট, ২০২০: ভয়ঙ্কর বিস্ফোরণ লেবাননের রাজধানী বৈরুতে। ঘটনায় মৃতের সংখ্যা এখনও পর্যন্ত ১০। এবং সেখানকার স্বাস্থ্য মন্ত্রী জানিয়েছেন আহতের সংখ্যা শতাধিক। বিস্ফোরণের একটি ভিডিও ইতিমধ্যে সোশাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। যা রীতিমতো শিহরণ জাগানো।

আরও পড়ুন নেপালের পর এবার ভারতীয় ভূখণ্ড জুড়ল পাকিস্তানি মানচিত্রে

সংবাদ সংস্থা আলজাজিরা জানিয়েছে, আজ বৈরুতের বন্দর সংলগ্ন এলাকায় কয়েক মিনিটের ব্যবধানে একাধিক বিস্ফোরণ হয়েছে। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে বেশ কয়েক কিলোমিটার দূরের বাড়ির কাঁচের দরজা জানালা ভেঙে গেছে। এখনও পর্যন্ত বিস্ফোরণের কারণ জানা যায়নি। জাইনা নামে ওই সংবাদ সংস্থার এক সাংবাদিক বলেন, “ঘটনাস্থল থেকে আমি প্রায় কয়েক কিলোমিটার দূরে ছিলাম। কিন্তু বিস্ফোরণের সঙ্গে সঙ্গে আমার চারিদিকে থাকা সমস্ত কাঁচের সামগ্রী ভেঙে যায়।”

ঘটনার পরই লেবাননে অবস্থিত ভারতীয় দূতাবাসের তরফে টুইট করা হয়েছে। জানানো হয়েছে সেখানে বসবাসকরী ভারতীয়দের সমস্ত সাহায্য করা হবে।

You may also like

Leave a Reply!