Home দেশ বিজেপিকে কুর্সি ছাড়বেন নীতিশ?

বিজেপিকে কুর্সি ছাড়বেন নীতিশ?

by banganews

বিহার, ১১ নভেম্বর, ২০২০ঃ  বিজেপির সাহায্য ছাড়া নীতিশের পক্ষে সম্ভব ছিল না ভোট বৈতরণী পার হওয়া। খাতায় কলমে জিতলেও আসনের নিরিখে বিহারের তৃতীয় দল নীতিশের জেডিইউ। এবার প্রশ্ন হল ছোট শরিক হয়েও কি মুখ্যমন্ত্রীর কুর্সিতে ফের বসবেন নীতিশ কুমার? ফল প্রকাশের পর এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন বিহারের রাজনীতিতে। এমনকি ভোটের হারেও নীতিশকে টক্কর দিয়েছে বিজেপি আর আরজেডি।

আরও পড়ুন অটো ভেন্ডিং মেশিন খারাপ, শিয়ালদহে লাটে সামাজিক দূরত্ব

সরকার গড়তে না পারলেও একক বৃহত্তম দল হিসাবে জায়গা করে নিয়েছে আরজেডি। বিজেপিও শরিক হিসেবে জেডিইউকে টপকে গিয়েছে। অমিত শাহ অবশ্য ভোটের আগে বলেছিলেন, এনডিএ জিতলে মুখ্যমন্ত্রী হবেন নীতিশ কুমারই। কিন্তু সমীকরণ বদলে যেতেই মুখ্যমন্ত্রীত্বের দাবিতে মুখ খুলেছেন বিজেপি নেতারা। বিহার রাজনীতিতে নীতিশ বিরোধী নেতা গিরিরাজ সিংয়ের দাবি ছিল, বিজেপি বেশী আসন পেলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাইকে মুখ্যমন্ত্রী করা হোক। একই দাবি করেছেন বিহারের বিজেপি নেতা অজয়কুমার চৌধুরীও। তাঁদের সাফ বক্তব্য, যেহেতু বিজেপিকে জেডিইউয়ের জয় সম্ভব ছিল না, তাই এনডিএ জোটের মুখ্যমন্ত্রী মনোনীত করা হোক কোনও বিজেপি নেতাকেই।

You may also like

Leave a Reply!