Home বিদেশ বাড়ির চাল ভেদ করে ঘরে ঢুকল উল্কাপিণ্ড!

বাড়ির চাল ভেদ করে ঘরে ঢুকল উল্কাপিণ্ড!

by banganews

বঙ্গ নিউস, ২০ নভেম্বর, ২০২০ঃ একটি দুর্ঘটনায় ঘরের চাল ভাঙল বটে কিন্তু সেই ভাঙনেই গড়ে দিল ইন্দোনেশিয়ার এক যুবকের জীবনে। বাড়ির টিনের চালে উল্কাপিণ্ড পড়ে রাতারাতি কোটিপতি হলেন জোসুয়া হুটা গালুঙ্গ নামে ৩৩ বছরের যুবক।

জানা গিয়েছে, উত্তর সুমাত্রার কোলাঙ্গের বাসিন্দা জোসুয়া কফিন বানানোর কাজ করেন। নিজের কাজে ব্যস্ত ছিলেন তিনি বাড়ির আশেপাশে। আচমকাই আকাশ থেকে একটি উল্কা এসে তাঁর বাড়ির টিনের চাল ভেঙে ঘরের মধ্যে পড়ে। বিকট শব্দে গোটা বাড়ি কাঁপছিল৷ বাড়ির ছাদে আছড়ে পড়ে, উল্কার আঘাতে টিনের চালের কিছুটা অংশ ভেঙে যায়। তারপর পাথর খণ্ডটা তুলে নিয়ে আসেন যুবক। তখনো গরম ছিল উল্কাপিণ্ড পরে সেটি ঠান্ডা হলে স্থানীয় প্রশাসনিক আধিকারিকদের কাছে নিয়ে যান জোসুয়া৷

আরও পড়ুন ভয়াবহ দুর্ঘটনা উওরপ্রদেশে, নিহত ৬ শিশু সহ ১৪ জন

পরীক্ষা করে জানা যায়, সাড়ে চার বিলিয়ন বছরের পুরনো একটি উল্কাপিণ্ডের অংশ। যার মূল্য হল প্রতি গ্রাম ৮৫৭ ডলার। অর্থাৎ, ১০ কোটির বেশি টাকা। স্বাভাবিকভাবেই আনন্দে দিশেহারা দরিদ্র দিনমজুর জোসুয়া। অর্থপ্রাপ্তির পর এলাকায় একটা গির্জা বানাতে চান জোসুয়া৷

You may also like

Leave a Reply!