Home দেশ ভয়াবহ বিস্ফোরণ বিশাখাপত্তনমের ফার্মাসিউটিকাল ইউনিটে 

ভয়াবহ বিস্ফোরণ বিশাখাপত্তনমের ফার্মাসিউটিকাল ইউনিটে 

by banganews
সোমবার মাঝরাতে বিকট বিস্ফোরণে কেঁপে ওঠে বিশাখাপত্তনমের পারাভাড়া এলাকা। বিধ্বংসী আগুন ছড়িয়ে পড়ে। মঙ্গলবার সকালে আগুন কিছুটা নিয়ন্ত্রণে এলেও ফার্মাসিউটিক্যাল ইউনিটের বেশিরভাগ অংশই পুড়ে গেছে বলে দমকল সূত্রে খবর। আহত হয়েছেন ১ জন৷
এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। এক প্রত্যক্ষদর্শীর কথায়, মাঝরাতে আচমকাই বিস্ফোরণের শব্দে এলাকা কেঁপে ওঠে। তারপরেই আগুন ছড়িয়ে পড়ে গোটা ফার্মাসিউটিক্যাল ইউনিটে। দাউদাউ করে জ্বলতে থাকে গোটা ইউনিটটাই। আশেপাশের বাড়িতে আগুন ছড়িয়ে পড়ার আতঙ্ক হয় মানুষের মধ্যে
বিশাখাপত্তনমের জেলাশাসক ভি বিনয় চাঁদ বলেছেন, আগুন বড় আকারে ছড়িয়ে পড়েছিল। কয়েকজন কর্মী সেই সময় ইউনিটের ভেতরে ছিলেন তারমধ্যে একজনের আহত হওয়ার খবর মিলেছে। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা সুরক্ষিত আছেন। ইউনিটের প্রচুর ক্ষতি হয়েছে৷
আগুন লাগার খবর পেয়ে গতকাল রাতেই ছুটে গিয়েছিল দমকলের ৯টি ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণে এলেও প্রচণ্ড ধোঁয়ার কারণে ইউনিটের ভেতরে ঢোকা সম্ভব হচ্ছে না। নাইট শিফটের জন্য অনেক কর্মীই সোমবার রাতে ফার্মাসি ইউনিটে ছিলেন। তাঁদের কেউ আটকে পড়েছেন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। কী কারণে এমন আগুন লাগলো তা জানা যায়নি
ফার্মাসিউটিক্যাল ইউনিটে কোস্টাল ওয়েস্ট ম্যানেজমেন্টের প্রজেক্ট চলছিল বলে জানা গেছে। প্রচুর বর্জ্য পদার্থ, প্লাস্টিক জাতীয় বস্তু জমা ছিল বলেই ধারণা। দমকল সূত্রে খবর, দাহ্য পদার্থ বেশি পরিমাণে থাকায় আগুন বিধ্বংসী চেহারা নেয়।

You may also like

Leave a Reply!