Home দেশ সংসদ হামলায় শহীদের শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

সংসদ হামলায় শহীদের শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

by banganews

২০০১ সালের সংসদ হামলায় ২০ বছর পূর্ণ হল আজ। আজকের দিনেই ঘটেছিল এই ভয়াবহ ঘটনাটি। সেই হামলার শহিদদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেদিনের হামলায় সংসদ ও সাংসদদের রক্ষার করার তাগিদে যাঁরা জীবন দান করেছিলেন, তাঁদের সকলকে স্মরণ করে শ্রদ্ধাজ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী ৷ টুইট করে তিনি লেখেন, ‘‘যে চরম বলিদান আপানারা দিয়েছেন, তার জন্য গোটা দেশ চিরকাল আপনাদের কুর্নিশ করবে ৷ আপনাদের নিঃস্বার্থ সেবার জন্য আমরা চিরকাল ঋণী থাকব ৷’’

প্রতিদিন মাত্র দুটি লবঙ্গ খেলেই পাবেন আশ্চর্য উপকার

সংসদ হামলার শহিদদের স্মরণ করে টুইট করেছেন রাজ্যপাল জগদীপ ধনকড়ও। তিনি লেখেন, ‘’২০০১ সালের সংসদ হামলায় যাঁরা তাঁদের কর্তব্য পালন করতে গিয়ে জীবন দিয়েছিলেন, তাঁদের সকলকে আমার শ্রদ্ধার্ঘ্য ৷ তাঁদের সেবা এবং সর্বোচ্চ বলিদান দেশের প্রতিটি মানুষকে উদ্বুদ্ধ করবে, যাতে তাঁরা রাষ্ট্রকেই সর্বাগ্রে রাখেন৷’’

You may also like

Leave a Reply!