Home বঙ্গ ক্ল্যাসিকাল গাইলেই যে রবীন্দ্রনাথের গান গাওয়া যায় না এমনটা নয়

ক্ল্যাসিকাল গাইলেই যে রবীন্দ্রনাথের গান গাওয়া যায় না এমনটা নয়

by banganews

পাঁচ বছর বয়স থেকে গান গাওয়া শুরু৷ ক্লাসিকাল গানই শেখা হয় সেই সময়৷ ক্লাসিক্যাল ট্রেনিং এবং পড়াশুনা দুই চলছিল সমান তালে৷ রবীন্দ্রসঙ্গীত থেকে আধুনিক গান সবকিছুর চর্চাই ছিল । অমিয়রঞ্জন বন্দ্যোপাধ্যায়, গৌতম ঘোষাল এর মত সঙ্গীতশিল্পীদের কাছে সঙ্গীত শিক্ষা৷

প্রথম মিউজিক অ্যালবাম এইচ এম ভিতে রাগা মিউজিকের রেকর্ড ৷ প্রত্যুষ ব্যানার্জীর সঙ্গে বহু কাজ করেছেন সুদেষ্ণা৷ মিউজিয়ানা কালেকটিভ থেকে প্রকাশিত হয়েছে বেশ কিছু গান। গায়ক সুরকার অরুণাশিষ রায়ের সঙ্গে বেশ কিছু কাজ করেছেন সুদেষ্ণা৷

 

 

রবীন্দ্রনাথের গান থেকে অতুলপ্রসাদ  আবার পুরনো দিনের  রেট্রো গান সবই রয়েছে সুদেষ্ণার ভালোলাগার তালিকায়৷ তাই শ্রোতাদের নানারকম গান উপহার দিচ্ছেন সুদেষ্ণা।

“সুখের মাঝে তোমায় দেখেছি” রবীন্দ্রনাথের গান যেমন রয়েছে তেমনি আছে ভক্তিগীতি তুমি নির্মল করো, কালীপুজোর ঠিক আগেই শ্যামা-সঙ্গীত এর সংকলন  প্রকাশ হয়েছে কৃষ্টি ক্রিয়েশন থেকে৷

এখন কেবল ভালো গান গাওয়া নয়, অনেকের কাছে পৌঁছোতে গেলে মার্কেটিং অত্যন্ত প্রয়োজন৷
এই সময় নানারকম কাজ হচ্ছে৷ জাজমেন্টাল না হয়ে নানারকম গান শোনা এবং শেখার ইচ্ছেটাই একজন শিল্পীর মূল বুনিয়াদ এমনটাই মনে করেন সুদেষ্ণা।

 

কভার সং এখন খুবই জনপ্রিয়৷ কিন্তু সুদেষ্ণার মতে এক্সপেরিমেন্ট করা উচিত নিজের গানে৷ কারণ একটা গান এর সুরকার নিজস্ব ভাবনা থেকে সুর করেন।  সেই ভাবনায় আচমকা হস্তক্ষেপ না করে নিজের সুর সৃষ্টি করা অধিক গ্রহণযোগ্য। মানুষের জন্যই গান। তাই সঙ্গীত যদি ভাব অনুভূতি কথা সুরকে বজায় রেখে কোনো এক্সপেরিমেন্ট করা হয় যা তা হয়ত ভালো৷

 

গোয়া চলচ্চিত্র উৎসব থেকে বাদ ডিকশনারি

গানের বিভিন্ন শ্রেণিবিভাজনে তিনি বিশ্বাস করেন না। রবীন্দ্রনাথের গান গাওয়া মানেই মাথায় ফুল, শাড়ি রাবিন্দ্রীক ভাব নয়, আধুনিক গান করলেই যে রবীন্দ্রনাথের  গান গাওয়া যাবে না তাও কিন্তু না। যে কোন কিছুই চর্চা এবং সঠিক অনুশীলন করার মাধ্যমে শিখে আয়ত্ত করে তবেই গাওয়া সম্ভব৷

এখন গানের পরিমাণ বেড়ে গেছে কিন্তু গুণমান নিয়ে হয়ত প্রশ্ন উঠছে কিছুটা৷ আগে গান কম হত তাই সেই সামান্য কয়েকটি গান থেকে যেত মানুষের মনে৷ আগামী দিনে ইন্দ্রদীপ দাশগুপ্তের সুরে সুদেষ্ণার গাওয়া দুটি গান আসছে। এই দুটি মৌলিক বাংলা গান৷ এছাড়া রবীন্দ্রনাথের গানকে নিয়ে কিছু অন্যরকম কাজ করার ইচ্ছে আছে আগামীতে।

You may also like

Leave a Reply!