Home বিদেশ ভারতের মেয়ে প্রিয়াঙ্কা রাধাকৃষ্ণণ এখন নিউজিল্যান্ডের মন্ত্রী

ভারতের মেয়ে প্রিয়াঙ্কা রাধাকৃষ্ণণ এখন নিউজিল্যান্ডের মন্ত্রী

by banganews

বঙ্গ নিউস, ৩ নভেম্বর, ২০২০ঃ নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ড্যানের মন্ত্রিসভায় এই প্রথম কোনও ভারতীয় মহিলা। প্রিয়াঙ্কা রাধাকৃষ্ণণকে যুব কল্যাণ এবং জনজাতি উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়েছে।

কেরলের মেয়ে 41 বছরের প্রিয়াঙ্কার জন্ম চেন্নাইতে। তবে তাঁর পরিবার থাকেন কেরলে। তিনি বেড়ে উঠেছেন সিঙ্গাপুরে। স্নাতকোত্তর ডিগ্রি নিতে তিনি নিউজিল্যান্ডের যান। সেখানে সক্রিয় রাজনীতিতে জড়িয়ে পড়েন। নিউজিল্যান্ড লেবারপার্টির তিনি একজন জনপ্রিয় মুখ।

আরও পড়ুন বিহারে চলছে দ্বিতীয় দফার ভোটগ্রহণ

২০০৬ থেকে নিউজিল্যান্ড লেবার পার্টির সদস্য হলেও ২০১৭ সালের সাংসদ হিসেবে নির্বাচিত হন প্রিয়াংকা। তার কয়েক বছর যেতে না যেতেই জায়গা করে নিলেন মন্ত্রিসভায়। গত বছর মায়ের মৃত্যুর পর শেষবার কেরলে নিজের বাড়ি গিয়েছিলেন। বেশ অনেক বছর হল নিউজিল্যান্ডের রাজধানী ওয়েলিংটনের স্থায়ী বাসিন্দা তিনি। প্রিয়াঙ্কার স্বামী নিউজিল্যান্ডের বাসিন্দা রিচার্ডসন আইটি ফার্মে কর্মরত। সম্প্রতি তিনিও যোগ দিয়েছেন প্রিয়াঙ্কার দল লেবার পার্টিতে৷

You may also like

Leave a Reply!