Home দেশ আর্থিক মন্দার কবলে ভার‍ত, ইতিহাসে এই প্রথম : RBI

আর্থিক মন্দার কবলে ভার‍ত, ইতিহাসে এই প্রথম : RBI

by banganews

বঙ্গ নিউস, ১২ নভেম্বর, ২০২০ঃ  দেশের অর্থনীতি তলানিতে ঠেকেছিল আগেই, এর উপর লকডাউন, ফলে অর্থনীতির চাকা একেবারেই বসে গিয়েছিল। আনলক পর্বে এসেও চলতি অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকেও দেশের অর্থনৈতিক হাল সেই তলানিতেই। রির্জাভ ব্যাঙ্কের অর্থনীতির দায়িত্বে থাকা ডেপুটি গভর্নর মাইকেল পাত্রের রিপোর্ট বলছে অর্থনীতির বেহাল দশা দেশকে নজিরবিহীন মন্দার দিকে ঠেলে দিচ্ছে।

আরও পড়ুন রোজ আদা চা কতটা স্বাস্থ্যকর?

রির্জাভ ব্যাঙ্কের প্রকাশনায় বলা হয়েছে ‘দেশের ইতিহাসে প্রথমবার ২০২০-২১ অর্থবর্ষের প্রথম অর্ধে মন্দার কবলে পড়েছে ভারত।’ আগামী ২৭ নভেম্বর অফিসিয়ালি পরিসংখ্যান রিপোর্ট প্রকাশ করবে সরকার। তবে উৎসবের মরশুমে অর্থনীতি ক্ষীণ আশার আলো দেখাচ্ছে। অক্টোবর মাসের ব্যাঙ্কের নগদের পরিমান ও গাড়ি বিক্রির পরিমাণ ইতিবাচক ইঙ্গিত দিচ্ছে। মনে করা হচ্ছে, রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর অর্থনীতির হাল ফিরতে যে সময় লাগবে বলে অনুমান করছেন, তার আগেই ঘুরে দাঁড়াবে অর্থনীতি।

You may also like

Leave a Reply!