Home দেশ সময়সীমা বাড়ানো হল আয়কর রিটার্ন জমা দেওয়ার

সময়সীমা বাড়ানো হল আয়কর রিটার্ন জমা দেওয়ার

by banganews

নয়াদিল্লি,৩০শে জুলাই ঃ বুধবার রাতে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে করদাতাদের জন্য সুখবর এসেছে৷ ইনকাম ট্যাক্স রিটার্ন দেওয়ার জন্য ২০১৮-১৯-এর রিটার্ন এখন ৩০ সেপ্টেম্বরের মধ্যে দিয়ে দেওয়া যাবে।

এর আগে ইনকাম ট্যাক্স দফতর বলেছিল যে ৩১ অগাস্টের মধ্যে রিটার্ন জমা করতে হবে। কিন্তু দুটি কারণে সময়সীমা বৃদ্ধি করা হল। প্রথমত করোনা মহামারীর প্রকোপ আর দ্বিতীয়ত, আয়কর দফতরের আশা যে একটু বেশি সময় দিলে হয়তো অনেকে রিটার্ন ফাইল করবেন।

আরও পড়ুন করোনা আক্রান্ত অযোধ্যার রাম মন্দিরের পুরোহিত

প্রসঙ্গত, ২০১৮-১৯-এর ইনকাম ট্যাক্স রিটার্ন, অর্থাৎ যেটির অ্যাসেসমেন্ট ইয়ার হল ২০১৯-২০, সেটি জমা দেওয়ার শেষ তারিখ এই নিয়ে তৃতীয় বার পরিবর্তন করা হল৷ এর আগে মার্চ ৩১ থেকে জুন ৩০ অবধি ডেডলাইন বৃদ্ধি করা হয়। তারপর সেটি জুলাই ৩১ করা হয়। এবার সেপ্টেম্বরের শেষ করা হল। অরিজিনাল ও রিভাইসড, উভয়ের জন্যেই এই এক্সটেনশন মিলবে।
২০১৯-২০ সালের ইনকাম ট্যাক্স রিটার্নের ক্ষেত্রে ইতিমধ্যেই সরকার বলে দিয়েছে ৩০ নভেম্বরের মধ্যে দিলেই হবে

You may also like

Leave a Reply!