Home দেশ টানা বৃষ্টিতে তেলাঙ্গানায় মৃত ৫০, ব্যাপক ক্ষয়ক্ষতি হায়দ্রাবাদে

টানা বৃষ্টিতে তেলাঙ্গানায় মৃত ৫০, ব্যাপক ক্ষয়ক্ষতি হায়দ্রাবাদে

by banganews

হায়দ্রাবাদ, ১৮ অক্টোবর, ২০২০ঃ তেলাঙ্গানায় কয়েকদিন টানা বৃষ্টির ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, মৃত্যু হয়েছে ৫০ জনের। ফের কাল রাতে ভারী বৃষ্টিপাতের ফলে তেলাঙ্গানার রাজধানী হায়দ্রাবাদের বালানগর হ্রদ উপচে পড়ায় তলিয়ে গেছে আশেপাশের এলাকাগুলি। রাস্তায় জলের তোড়ে ভেসে এসছে অনেক গাড়ি। স্থানীয় বাসিন্দাদের বাড়ির ছাঁদে আশ্রয় নিতে হয়েছে। প্রবল বৃষ্টিতে ব্যাপক ক্ষতি হয়েছে হায়দ্রাবাদের বেশ কয়েকটি এলাকায়। সূত্রের খবর বেশ কিছু এলাকায় আজ সকাল পর্যন্ত বৃষ্টি হয়েছে।

আরও পড়ুন এলআইসি অফিসে আগুন, আহত তিন

গ্রেটার হায়দ্রাবাদ মিউনিসিপ্যাল কর্পোরেশনের দুর্যোগ বিষয়ক পরিচালক বিশ্বজিত কামপাতি জানিয়েছেন তাঁরা ও দুর্যোগ মোকাবিলা বাহিনী যৌথভাবে যুদ্ধকালীন তৎপরতার সাথে জল নামানোর কাজ করছেন। ইতিমধ্যেই ত্রাণ সামগ্রী দেওয়া হয়েছে। বেশ কিছু মানুষ আটকে পড়েছেন, সেনাবাহিনী ও দুর্যোগ মোকাবিলা বাহিনী উদ্ধারকার্য চালাচ্ছেন। প্রবল বৃষ্টিতে প্রতিবেশী রাজ্য অন্ধপ্রদেশেও ক্ষতিগ্রস্ত হয়েছে।

You may also like

Leave a Reply!