Home দেশ শিক্ষক নিয়োগে সুখবর, একবার উত্তীর্ণ হলে আর দিতে হবে না টেট

শিক্ষক নিয়োগে সুখবর, একবার উত্তীর্ণ হলে আর দিতে হবে না টেট

by banganews

বঙ্গ নিউস, ২২ অক্টোবর, ২০২০ঃ একবার টেট উত্তীর্ণ হলে আর দ্বিতীয়বার দিতে হবে না , এমনই পরিকল্পনা করেছে ন্যাশানাল কাউন্সিল ফর টিচার এডুকেশন। বেশ কয়েকবছর আগে শিক্ষক নিয়োগ নিয়ে নির্দেশিকা জারি করেছিল কেন্দ্র, যেখানে বলা হয়েছিল শিক্ষক হতে গেলে টিচার এলিজিবিলিটি টেস্ট বা টেট দিতে হবে তবে একবার টেট দিলে তার মেয়াদ ৭ বছর, অর্থাৎ কোনো পার্থী সাত বছরের মধ্যে চাকরি না পেলে ফের টেট দিতে হত।

আরও পড়ুন পুজোর পরে চালু হতে পারে লোকাল ট্রেন, প্রস্তুত পূর্ব রেল

এবার সেই নিয়মের বদল আনতে চলেছে ন্যাশানাল কাউন্সিল ফর টিচার। এবার একবার টেট উত্তীর্ণ হলে ফের দ্বিতীয়বার পরীক্ষা দিতে হবে না। সূত্রের খবর সিবিএসই বোর্ডের টেটের ক্ষেত্রেই নয় রাজ্যের এলিজিবিলিটি টেস্টের ক্ষেত্রেও এই নিয়ম কার্যকরী করতে হবে তবে রাজ্যের তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

You may also like

Leave a Reply!