Home দেশ ইতিহাসে প্রথমবার ইসলামাবাদ হিন্দু মন্দির পাবে

ইতিহাসে প্রথমবার ইসলামাবাদ হিন্দু মন্দির পাবে

by banganews

হিন্দু যারা ইসলামাবাদে থাকেন তারা একটি মন্দির আর শ্মশান পাবেন

মন্দিরটি ২০ হাজার বর্গফুট এলাকায় হবে

ইসলামাবাদ সরকার অনুমতি দিয়েছে মন্দিরের কাঠামো নির্মাণের, জায়গার মূল্য ১০ কোটি

 

ইতিহাসের প্রথমবারের জন্য শীঘ্রই পাকিস্তানের রাজধানীতে বিশাল পরিবর্তন আসবে। যে সব হিন্দুরা ইসলামাবাদে বাস করছেন তারা একটি মন্দির এবং একটি শ্মশান বানাবার জায়গা পাবেন যার মূল্য ১০ কোটি টাকা । প্রতিবেদন অনুসারে, ইসলামাবাদ হিন্দু পঞ্চায়েত মন্দিরের নামকরণ করেছেন শ্রী কৃষ্ণ মন্দির৷ এটি ইসলামাবাদ এইচ 9 সেক্টর অঞ্চলে ২০ হাজার বর্গফুট জমির উপর নির্মিত হবে।

 

আরও পড়ুন হজ উপলক্ষ্যে বিদেশী পুণ্যার্থীদের দেশে আসার অনুমতি দিল না সৌদি আরব

ধর্ম মন্ত্রী পীর নুরুল হক কাদরী জানিয়েছিলেন যে সরকার এই নির্মাণের অনুমতি দিয়েছে । অন্যদিকে লালচাঁদ মালহি মানবাধিকার সংসদীয় সম্পাদক প্রকাশ করেছেন যে জনসংখ্যা বৃদ্ধি পাওয়ায় ইসলামাবাদ হিন্দু সম্প্রদায় দীর্ঘদিন ধরে একটি মন্দিরের দাবি করে আসছে এবং রাজধানীর প্রধান হিন্দু মন্দিরগুলির কাঠামো বাদ দেওয়া হয়েছে ছাড়াও ইসলামাবাদে কোনো শ্মশান নেই।
সূত্রের খবর, মন্দিরটি যে জায়গায় তৈরি হচ্ছে তা হিন্দু পঞ্চায়েতকে ২০১৭ সালে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক বরাদ্দ করা হয়েছিল৷

You may also like

Leave a Reply!