Home দেশ করোনাকালে ট্রেনে সফর করতে গেলে কী কী নিয়ম মানতে হবে জেনে নিন

করোনাকালে ট্রেনে সফর করতে গেলে কী কী নিয়ম মানতে হবে জেনে নিন

by banganews

বঙ্গ নিউস, ০১ অক্টোবর, ২০২০ঃ  দীর্ঘ লকডাউনের পর ধীরে ধীরে সকলেই ফিরতে চলেছে স্বাভাবিক ছন্দে। আজ থেকে শুরু হয়েছে আনলক ৫। চালু হয়েছে মেট্রো রেল, পুজোর আগেই লোকাল ট্রেন চালানোর একটা সম্ভবনা রয়েছে। পাশাপাশি চালু হয়ে গিয়েছে স্পেশাল দুরপাল্লার ট্রেনও। সামাজিক বিধি মেনেই কাজের ক্ষেত্রে বা ব্যাক্তিগত কারণে ট্রেনে সফর করতে হলে কি কি সাবধানতা মেনে চলা প্রয়োজন।

আরও পড়ুন পথশ্রী প্রকল্প চালু করল মুখ্যমন্ত্রী

কোভিড পরিস্থিতিতে ক্যাটারিং পরিষেবা পাওয়া যাবে না, শুধুমাত্র প্যাকেট ফুড পাওয়া যাবে। প্যান্ট্রি কার নেই এমন গাড়িতে খাবার পাওয়া যাবে না। ট্রেন থেকে জল বা পানীয় না খাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে যাত্রীদের। স্টেশনে থার্মাল স্ক্রিনিং বাধ্যতামূলক। থার্মাল স্ক্রিনিংয়ের পর যাদের শরীরে কোভিডের কোনো লক্ষন নেই তাঁদেরই ট্রেনে চড়ার অনুমতি দেওয়া হবে। মাস্ক বাধ্যতামূলক করা হয়েছে। গায়ের চাঁদর ও বালিশ আর দেওয়া হবে না, সেগুলি যাত্রীদের আনার জন্য বলা হয়েছে। সামাজিক দূরত্ব মেনে চলতে হবে। শিয়ালদহ-এনজেপি দার্জিলিং মেল, শিয়ালদহ-নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস, শিয়ালদহ-অমৃতসর এক্সপ্রেস। শিয়ালদহ-জয়নগর গঙ্গাসাগর এক্সপ্রেস, হাওড়া-গুয়াহাটি সরাইঘাট এক্সপ্রেস, হাওড়া-রক্সৌল মিথিলা এক্সপ্রেস সহ পুজোর আগেই আরও ১৩ টি ট্রেন চালানোর পরিকল্পনা রয়েছে রেলের।

You may also like

Leave a Reply!