Home পাঁচমিশালি স্যানিটাইজাইরের অতিরিক্ত ব্যবহারে হতে পারে বিপদ

স্যানিটাইজাইরের অতিরিক্ত ব্যবহারে হতে পারে বিপদ

by banganews

করোনা সংক্রমণ থেকে বাঁচতে স্যানিটাইজার এখন সকলের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের তালিকায় স্থান পেয়েছে৷ কিন্তু অতিরিক্ত হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। করোনা সংক্রমণ থেকে রক্ষা পেতে হ্যান্ড স্যানিটাইজারের নিয়ন্ত্রিত ব্যবহার করার পরামর্শ দিল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।

আরও পড়ুন মাস্ক পরতে কষ্ট হলে চিকিৎসক নার্সদের কথা ভাবুন – মোদী 

স্বাস্থ্য বিশেষজ্ঞরা এর আগেই সতর্ক করেছিলেন, অতিরিক্ত স্যিনিটাইজার ব্যবহারে ত্বকে উপস্থিত সাহায্যকারী ব্যাক্টেরিয়ার মৃত্যু হয় এবং হাতের চামড়া ক্ষতিগ্রস্ত হয়। তাঁদের মতে, সাবান ও জলের সরবরাহ থাকলে হাত সাফ করতে স্যানিটাইজার ব্যবহার না করাই ভালো।

শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের স্বাস্থ্য পরিষেবা বিভাগের অতিরিক্ত ডিরেক্টর জেনারেল আর কে ভার্মা জানিয়েছেন,  সংক্রমণ থেকে রক্ষা পেতে মাস্ক ব্যবহার করুন, নিয়মিত গরম জল পান করুন এবং বার বার হাত ধুয়ে ফেলা অভ্যাস করুন। অতিরিক্ত স্যানিটাইজার ব্যবহার করবেন না।

You may also like

Leave a Reply!