Home Onno Pujo 2020 করোনাযোদ্ধা দুর্গা, অভিনন্দন আর বিতর্কে ছয়লাপ

করোনাযোদ্ধা দুর্গা, অভিনন্দন আর বিতর্কে ছয়লাপ

by banganews

পরনে চিকিৎসকের মতো সাদা কোট। গলায় ঝুলছে স্টেথোস্কোপ। হাতে এক ইয়া বড় সিরিঞ্জ। সামনে করোনারূপী মহা অসুর। তার বুকে সেই সিরিঞ্জের অগ্রভাগ গেঁথে বসেছে।
করোনাকালের চিকিৎসকরূপী মা দুর্গা।
হতে পারে উত্তরবঙ্গের, কিংবা ঝাড়খণ্ডের অথবা অসমের। এই দুর্গামূর্তি যে ঠিক কোথাকার, তা নিয়ে বিস্তর ধোঁয়াশা। নানা মত। তবে হু হু করে ভাইরাল এমন ফ্রন্টলাইন যোদ্ধা দুর্গামূর্তির ছবি।
শুধু মা দুর্গা একা নন। তাঁর চার ছেলেমেয়েও করোনারোধী যোদ্ধা। গণেশ পুলিশ, লক্ষ্মী নার্স, সরস্বতী শিক্ষিকা আর কার্তিক সাফাইকর্মী।
দুর্গারূপী মহা চিকিৎসকের তিন চোখ দিয়ে ঠিকরে নামছে শুশ্রূষার প্রতিশ্রুতি। পায়ের কাছে ক্রমশ নিস্তেজ হয়ে পড়ছে করোনাসুর।
নিত্য পাল নামে এক ফেসবুক ব্যবহারকারী এমনই দুর্গার ছবি পোস্ট করেছেন। তাঁর বয়ান অনুসারে, জিতেন পাল নামে উত্তরবঙ্গের এক শিল্পী এই প্রতিমা তৈরি করেছেন। অবশ্য হু হু করে ভাইরাল হওয়া এই ছবির স্বত্ব কেউ বা দাবি করেছেন অসমের, কেউ বা বলছেন ঝাড়খণ্ডের।
এ ছবি এমনই ভাইরাল যে, শশী থারুর অবধি তাঁর টুইটারে শেয়ার করেছেন। শেয়ার করেছেন অসংখ্য করোনাযোদ্ধা, সমাজসচেতন নাগরিকরাও।
তবে বিতর্ক শুধু একটাই। কার্তিক। দেবসেনাপতিকে সাফাইকর্মীর বেশে মানতে পারছেন না অনেকেই। তাঁরা এই দৃশ্যকল্পকে দুর্গাপুজোর অপমান বলে পাল্টা টুইট করছেন।
সব মিলিয়ে করোনাকালের ফ্রন্টলাইন যোদ্ধা দুর্গাপরিবার পুজো শুরুর আগেই সুপারহিট।

You may also like

Leave a Reply!