Home বিদেশ যন্ত্রের মাধ্যমে আবহাওয়া বদলে দেবে চিন!

যন্ত্রের মাধ্যমে আবহাওয়া বদলে দেবে চিন!

by banganews

বঙ্গ নিউস, ১০ ডিসেম্বর, ২০২০ঃ চিন নিজেকে সর্বশক্তিমান করার লক্ষ্যে এই আবহাওয়ার স্বাভাবিক গতিপ্রকৃতি বদলাতে চাইছে৷ আগামী কয়েক বছরের মধ্যেই যন্ত্রের দ্বারা বদলে যাবে আবহাওয়া৷ চীন এই যন্ত্র আবিষ্কার করতে পারলে নিজেদের ইচ্ছেমত জলুবায়ুর পরিবর্তন করতে পারবে চিন৷

আরও পড়ুন শত্রুবিনাশে এবার আরও শক্তিশালী অর্জুন ট্যাঙ্ক

সূত্রের খবর, ওয়েদার মডিফিকেশন সিস্টেমের কাজ বেশ কয়েকবছর ধরেই চলছে বেজিং-এ।
চিনা বিজ্ঞানীরা দাবি করেছেন, ২০০৮ এ চীনের আয়োজিত অলিম্পিকে ক্লাউড সিডিং প্রক্রিয়ার মাধ্যমে বৃষ্টিপাত ঘটিয়ে আবহাওয়া পরিবর্তনের পরীক্ষায় সফল হয়েছিল তারা৷

এই গবেষণা সফল হলে চিন যেখানে চাইবে সেখানে বৃষ্টি, তুষারপাত, রোদ, এমনকি চাষাবাদের জন্য প্রয়োজনীয় জলবায়ু সবকিছু পরিবর্তন করতে পারবে৷ প্রাকৃতিক দুর্যোগ এবং জরুরি অবস্থার থেকেও কোনো অঞ্চলকে সুরক্ষিত রাখার চাবিকাঠি পেয়ে যাবে চিন।

You may also like

Leave a Reply!