Home দেশ বিশ্বের নিরিখে করোনায় অনেক সুস্থ জায়গায় ভারত: কেন্দ্রীয় রিপোর্ট

বিশ্বের নিরিখে করোনায় অনেক সুস্থ জায়গায় ভারত: কেন্দ্রীয় রিপোর্ট

by banganews

ভারতে করোনা সংক্রমণের হার কেমন? কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক একটি রিপোর্ট দাখিল করেছে সম্প্রতি। সেই রিপোর্টে বলা হয়েছে, প্রতি ১ লাখ মানুষের মধ্যে মাত্র ৩০ জন করোনা পজিটিভ এ দেশে। বিশ্বের গড় ভারতের তুলনায় ৩ গুণ বেশি বলে জানিয়েছে মন্ত্রক। প্রতি লাখে সংক্রামিত সেখানে ১১৪.৬৭ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক অবশ্য এই রিপোর্টে বিশ্ব স্বাস্থ্য সংস্থার রেফারেন্স টেনেছে।

আরও পড়ুন চীন করোনার ভ্যাকসিন আবিষ্কারে সফল হলে অগ্রাধিকার পাবে বাংলাদেশ

মন্ত্রক সূত্রে খবর, প্রতি লাখে আমেরিকায় সংক্রামিত ৬৭১.২৪ জন, জার্মানি, স্পেন, ব্রাজিল আর যুক্তরাজ্যে যথাক্রমে এই সংখ্যাগুলি হল প্রতি লাখে ৫৮৩.৮৮, ৫২৬.২২, ৪৮৯.৪২ এবং ৪৪৮.৮৬ জন। স্বাস্থ্য মন্ত্রকের ওই রিপোর্টে বলা হচ্ছে, ভারতে করোনা থেকে সুস্থতার হার ৫৫.৭৭ শতাংশ। মন্ত্রকের রিপোর্টে বলা হয়েছে, অ্যাক্টিভ রোগী আর সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যার ব্যবধানটা রোজই বাড়ছে।

You may also like

Leave a Reply!