Home দেশ কেন্দ্রের প্রশ্নের জবাবে তৃতীয় লিঙ্গে সম্মতি জানাল আধাসামরিক বাহিনী

কেন্দ্রের প্রশ্নের জবাবে তৃতীয় লিঙ্গে সম্মতি জানাল আধাসামরিক বাহিনী

by banganews

তৃতীয় লিঙ্গের নিয়োগে তাদের কোনও আপত্তি নেই। কেন্দ্র সরকারের প্রশ্নের জবাবে এমনটাই জানিয়ে দিল আধাসামরিক বাহিনী। বিএসএফ, সিআরপিএফ, আইটিবিপি ও সশস্ত্র সীমা বল (এসএসবি) একযোগে এই সম্মতি জানিয়ে দিয়েছে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে সিআরপিএফ-এর ডিরেক্টর জেনারেল এ পি মাহেশ্বরী জানিয়েছেন, ‘সিআরপিএফ-এ ইতিমধ্যেই লিঙ্গ বৈষম্যহীন পরিবেশ বহাল রয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রকের নীতি অনুসরণ করে আমরা এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করব।’
আইটিবিপি প্রধান তথা বিএসএফ-এর ডিজি এস এস দেসওয়াল জানিয়েছেন, ‘আমাদের এই বিষয়ে কোনও আপত্তি নেই।’
তবে এই বিষয়ে তাদের অভিমত কিছু দিনের মধ্যেই জানাবে সিআইএসএফ, জানিয়েছে কেন্দ্রীয় সূত্র।

আরও পড়ুন ভারতীয় সেনার তরফে আকাশে শুখোই, মিগ,চিনুকের মতো বিধ্বংসী বিমান, চাপের মুখে চীন

প্রসঙ্গত, গত বুধবার আধাসামরিক বাহিনীতে তৃতীয় লিঙ্গের নিয়োগ সম্পর্কে সংশ্লিষ্ট বাহিনীর অভিমত জানাতে নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। আগামী ডিসেম্বর মাসে আধাসামরিক বাহিনীতে অ্যাসিস্ট্যান্ট কম্যান্ডান্ট নিয়োগের পরীক্ষায় তৃতীয় লিঙ্গের প্রার্থীরা যাতে অংশগ্রহণ করতে পারেন, সেই উদ্দেশে এই বিষয়ে বাহিনী কর্তৃপক্ষের মতামত জানতে চায় স্বরাষ্ট্র মন্ত্রক।

You may also like

Leave a Reply!