Home দেশ সতর্ক থাকুন, নয়ত চলে যাবে সর্বস্ব টাকা, সতর্ক করল RBI

সতর্ক থাকুন, নয়ত চলে যাবে সর্বস্ব টাকা, সতর্ক করল RBI

by banganews

দিল্লি,০৫, আগস্ট ২০২০ঃ  ফের একবার গ্রাহকদের সাইবার ক্রাইম নিয়ে সতর্ক করল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ৷ আরবিআই-এর তরফে জানানো হয়েছে, গ্রাহকরা যাতে ভুল করেও কোনও ফোন কল, ই-মেল বা এসএমএস-এ তাদের ব্যক্তিগত তথ্য শেয়ার না করেন ৷ কোনো কিছুতে সন্দেহ হলে ব্যাঙ্কের সরকারি ওয়েবসাইটে গিয়ে চেক করে নিতে বলেছেন৷

আরও পড়ুন নেপালের পর এবার ভারতীয় ভূখণ্ড জুড়ল পাকিস্তানি মানচিত্রে

ব্যক্তিগত তথ্য যেমন কার্ডের ডিটেল, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আধার নম্বর,প্যান নম্বর ভুলেও কাউকে ফোন, এসএমএস বা ইমেলে পাঠাবেন না ৷ যদি কেউ ফোন করে কেওয়াইসি-র জন্য তথ্য চায় সঙ্গে সঙ্গে ফোন কেটে দিন ৷ নয়ত কয়েক সেকেন্ডের মধ্যে অজান্তেই সাইবার ক্রাইমের শিকার হতে পারেন আপনিও। ফের সতর্ক করল RBI

আরও পড়ুন গোটা দেশের জন্য আবেগঘন মুহূর্ত, প্রতিটি হৃদয় আজ উদ্ভাসিত : প্রধানমন্ত্রী

সাইবার ক্রাইমের শিকার দেশের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ৷ ২০১৯-২০ আর্থিক বছরে স্টেট ব্যাঙ্কের ৪৪,৬১২.৯৩ কোটি টাকার ৬,৯৬৪ প্রতারণার মামলা সামনে এসেছে ৷

You may also like

Leave a Reply!