Home দেশ ফের দিল্লির হাসপাতালে ভর্তি অমিত শাহ

ফের দিল্লির হাসপাতালে ভর্তি অমিত শাহ

by banganews

দিল্লি, ১৩ সেপ্টেম্বর, ২০২০ঃ ফের হাসপাতালে ভর্তি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার রাত ১১টা নাগাদ শ্বাসকষ্টের সমস্যা নিয়ে দিল্লি এইমসে ভর্তি হয়েছেন তিনি। আপাতত চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকবেন। এইমসের কার্ডিও নিউরো টাওয়ারে ভর্তি করা হয়েছে তাঁকে৷

আরও পড়ুন NEET পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে যাওয়ার জন্য বিনামূল্যে বাস পরিষেবা

২ অগস্ট করোনা আক্রান্ত হওয়ার কথা জানিয়েছিলেন অমিত শাহ টুইটারে৷ যারা তাঁর সংস্পর্শে এসেছিলেন তাদের আইসোলেশনে থাকার পাশাপাশি কোভিড টেস্ট করোনার আবেদনও করেছিলেন।

চিকিৎসার পর ১৪ অগস্ট শাহের করোনা রিপোর্ট নেগেটিভ আসে। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর হোম আইসোলেশনে থাকবেন কিছুদিন এমনটাই জানিয়েছিলেন। কোভিড পরবর্তী শারীরিক সমস্যার জন্য গত ১৮ অগস্ট গভীর রাতে ফের দিল্লির এইমস হাসপাতালে ভর্তি হন অমিত শাহ। রক্তচাপ বৃদ্ধির সঙ্গে ছিল শ্বাস কষ্ট। চিকিৎসার পর গত ৩১ অগস্ট হাসপাতাল থেকে বাড়ি ফেরেন তিনি। কিন্তু এরপরেও শ্বাসকষ্টে ভুগছিলেন অমিত শাহ৷ তাই শনিবার রাতে চিকিৎসকদের পরামর্শে আবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়৷

You may also like

2 comments

Leave a Reply!