Home দেশ চিনা অ্যাপ নিয়ে ভারতের সিদ্ধান্তকে স্বাগত আমেরিকার

চিনা অ্যাপ নিয়ে ভারতের সিদ্ধান্তকে স্বাগত আমেরিকার

by banganews
ভারতের সিদ্ধান্তে উল্লসিত আমেরিকা। ৫৯ টি চিনা মোবাইল অ্যাপ নিষিদ্ধ করার ভারতীয় সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।
বুধবার মার্কিন বিদেশ সচিব মাইক পম্পেই বলেন, ‘সম্প্রতি বেশকিছু চিনা মোবাইল অ্যাপ ভারত নিষিদ্ধ করেছে। ওই পদক্ষেপকে স্বাগত জানাচ্ছি। চিনা কমিউনিস্ট পার্টির নজরদার হিসেবে কাজ করে ওইসব অ্যাপ।’
মার্কিন বিদেশ সচিব আরও বলেন, ‘ভারত চিনা অ্যাপ নিষিদ্ধ করার যে পদক্ষেপ নিয়েছে তাতে ভারতের সার্বভৌমত্ব, ঐক্য ও জাতীয় নিরাপত্তা শক্তিশালী হবে।’
উল্লেখ্য, টিকটক, হ্যালো, ইউসি ব্রাউজার সহ সোমবার মোট ৫৯ চিনা মোবাইল অ্যাপ নিষিদ্ধ করেছে ভারত। ওই পদক্ষেপ তীব্র প্রতিক্রিয়া হয়েছে চিনে। সেদেশের বিদেশ দফতর থেকে এনিয়ে ক্ষোভ প্রকাশও করা হয়েছে। পাশাপাশি আজ নিতিন গড়করি ঘোষণা করেছেন, সড়ক পরিবহণের কোনও কাজ কোনও চিনা কোম্পানিকে দেওয়া হবে না। পাশাপাশি গঙ্গার ওপরে একটি সেতু নির্মাণের কাজ থেকেও ২ চিনা কোম্পানিকে সরিয়ে দেওয়া হয়েছে। ফলে লাদাখে উত্তেজনার মধ্যেই চাপ বাড়ছে চিনের ওপরে।

You may also like

Leave a Reply!