Home দেশ হাঁটুতে ব্যথা, অ্যালার্জিসহ কোভিডের নতুন লক্ষণে নাজেহাল মুম্বই, জারি হল ১৪৪ ধারা

হাঁটুতে ব্যথা, অ্যালার্জিসহ কোভিডের নতুন লক্ষণে নাজেহাল মুম্বই, জারি হল ১৪৪ ধারা

by banganews

কাশি হাঁচি সর্দি জ্বর এখন অতীত। অতীত হয়ে গেছে গা বমি, ডায়রিয়া আর ঘ্রাণশক্তি কমে যাওয়ার বিষয়টিও। করোনার নতুন লক্ষণ নিয়ে নাজেহাল মুম্বইয়ের ডাক্তারেরা। মহারাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা যত বাড়ছে, পাল্লা দিয়ে বাড়ছে নিত্যনতুন উপসর্গ।

আরও পড়ুন : করোনা নেগেটিভ আমিরের মা, তবে পজিটিভ অদিতি গুপ্ত

মহারাষ্ট্র সরকারের কোভিড ১৯ টাস্কফোর্সের সদস্য ডক্টর শশাঙ্ক যোশি বলছেন, “চিকিৎসকেরা কোভিড কেস দেখতে গিয়ে আজকাল একটা ব্যাপার লক্ষ করছেন ভীষণভাবে। যে রোগীর ব্লাডসুগারের কোনও অস্তিত্বই ছিল না, আচমকা দেখা যাচ্ছে, রক্তে তার সুগারের স্তর একেবারে অ্যালার্মিং স্তরে। শুধু তাই নয়। অজানা উপসর্গ আরও আছে। পিঠে আর কোমরে অস্বাভাবিক ব্যথা বা যন্ত্রণা। এটাও আজকাল কোভিডের উপসর্গ হিসেবে ধরা পড়ছে। কারও আবার হাঁটুতে প্রবল যন্ত্রণা। কারও দেখা যাচ্ছে শরীরে লাল লাল অ্যালার্জির মতো। এগুলো সবই কোভিডের উপসর্গ হিসেবে ধরা পড়ছে।”

আরও পড়ুন : বলিউডের হালফিলের অন্ধকারে এক অভূতপূর্ব আলোর কথায় শান্তনু মৈত্র

এদিকে চিকিৎসকেরা যখন করোনা রোগী নিয়ে নাজেহাল, পুলিশ তখন ভিড় নিয়ে দিশেহারা। অবশেষে আজ থেকে নিয়ে টানা পনেরোদিন মুম্বই এবং বৃহন্মুম্বইয়ে জারি হল ১৪৪ ধারা। মানুষের গতিবিধিকে নিয়ন্ত্রিত করতে এই পদক্ষেপ ছাড়া গতি নেই, জানাচ্ছে মুম্বই পুলিশ।

You may also like

Leave a Reply!