Home দেশ পালিত হল শ্রদ্ধাঞ্জলি দিবস, মোদীজিকে চিঠি লিখলেন কৃষকরা

পালিত হল শ্রদ্ধাঞ্জলি দিবস, মোদীজিকে চিঠি লিখলেন কৃষকরা

by banganews

বঙ্গ নিউস, ২০ ডিসেম্বর, ২০২০ঃ  ২৫ দিন অতিক্রান্ত কৃষক আন্দোলন। কেন্দ্রের কৃষি আইন প্রত্যাহারের দাবিতে অনড় কৃষক সংগঠন। কেন্দ্রের সঙ্গে কৃষকদের পত্রযুদ্ধ চলছে। কেন্দ্রের তরফে একাধিকবার চিঠি দেওয়া হয়েছে কৃষকদের। আইন সংশোধনের প্রস্তাবও দেওয়া হয়েছে। কিন্তু আইন প্রত্যাহারের দাবিতে অনড় কৃষকরা। তারা বারবার বুঝিয়ে দিয়েছেন আইন প্রত্যাহার না করলে আন্দোলন আরও বৃহত্তর হবে। এবার কৃষকরা চিঠি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমরকে। সেই চিঠিতে স্পষ্ট করে বলা হয়েছে কৃষক আন্দোলন খাঁটি, এখানে কোনো রাজনৈতিক সম্পর্ক নেই।

আরও পড়ুন অমিত শাহের সভায় মানা হয়নি সামাজিক বিধি, অভিযোগ তুললেন প্রশান্ত ভূষণ

সরকার যদি কৃষকদের দাবি খতিয়ে দেখে তাহলে স্পষ্ট হয়ে যাবে এই আন্দোলনের মধ্যে কোনো রাজনৈতিক যোগ নেই। দুদিন আগেই কৃষকদের উদ্দেশ্যে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী চিঠি লিখে আলোচনার কথা জানান। এদিকে আন্দোলন করতে গিয়ে বহু কৃষকের মৃত্যু হয়েছে। আজ তাঁদের উদ্দেশ্যে শ্রদ্ধা জানাতে ‘শ্রদ্ধাঞ্জলি দিবস’ পালন করেছেন কৃষক সংগঠন। কৃষকদের তরফে দাবি করা হয়েছে সমস্যা সমাধানের চেষ্টা না করে চিঠি দিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে সরকার। তাদের আরও অভিযোগ, কৃষিমন্ত্রী চিঠিতে যা দাবি করেছেন তা তাঁদের কাছে পরিষ্কার নয়।

You may also like

Leave a Reply!