বঙ্গ নিউস, ২০ ডিসেম্বর, ২০২০ঃ গতকাল মেদিনীপুরে সভা ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। কিন্তু অতিমারী পরিস্থিতিতে সামাজিক দূরত্ব মানা হয়নি সেই সভায়। এমনকি অনেকেরই মাস্ক ছিল না। এমন অভিযোগ তুলে সরব হয়েছেন আইনজীবী প্রশান্ত ভূষণ। বরাবরই প্রতিবাদী চরিত্র এই আইনজীবীর । কেন্দ্রের একাধিক নীতি নিয়ে সরবও হয়েছেন তিনি। এবার অমিত শাহের সভায় দূরত্ববিধি মানা হয়নি বলে সরব হলেন প্রশান্ত ভূষণ।
আরও পড়ুন সম্পর্কে কনসেন্ট কী? সাইবার ক্রাইম এর সঙ্গে কনসেন্ট এর সম্পর্ক কী?
এই সভামঞ্চেই অমিত শাহের হাত ধরে বিজেপিতে যোগ দিয়েছেন শুভেন্দু অধিকারী। কয়েকদিন আগে কোভিড আক্রান্ত হয়েছিলেন তিনি। কিন্তু তাঁর মুখেও মাস্ক ছিল না। অমিত শাহ, কৈলাস বিজয়বর্গীয়, সৌমিত্র খা, শুভেন্দু অধিকারী পাশাপাশি দাঁড়িয়ে রয়েছেন। সামাজিক দূরত্ববিধি মানার কোনো বালাই নেই, কারও মুখে মাস্ক নেই। এমন ছবি একাধিক সংবাদপত্রে দেখা গেছে। এই ঘটনায় সরব হয়েছেন আইনজীবী প্রশান্ত ভূষণ। তাঁর প্রশ্ন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সভায় কি করে সামাজিকবিধি মানা হয়না। তা নিয়ে সওয়াল করেছেন প্রশান্ত ভূষণ।