Home দেশ সামর্থ্য অনুযায়ী চিকিৎসার সুযোগ পাওয়া মৌলিক অধিকারঃ সুপ্রিম কোর্ট

সামর্থ্য অনুযায়ী চিকিৎসার সুযোগ পাওয়া মৌলিক অধিকারঃ সুপ্রিম কোর্ট

by banganews

দিল্লি, ১৯ ডিসেম্বর, ২০২০ঃ প্রত্যেক ব্যক্তি নিজের সামর্থ্য অনুযায়ী চিকিৎসা করতে পারবেন, সেটা তার মৌলিক অধিকার৷ প্রতিটি নাগরিকের সুস্বাস্থ্যের মৌলিক অধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।

সুপ্রিম কোর্টে অশোক ভূষণ, সুভাষ রেড্ডি, এবং এম আর শাহ, এই তিন বিচারপতির বেঞ্চ শুক্রবার করোনা ভাইরাসকে বিশ্বযুদ্ধের সঙ্গে তুলনা করেছেন৷

আরও পড়ুন টোল প্লাজা থাকবে না, চালকের অ্যাকাউন্ট থেকে টাকা নেওয়া হবে

তারা জানিয়েছেন, “স্বাস্থ্যের অধিকার ” মানে প্রত্যেক ব্যক্তি তার সামর্থ্য অনুযায়ী চিকিৎসা পরিষেবা পাবে৷ আদালত থেকে নির্দেশ দেওয়া হয়েছে, রাজ্য সরকার এবং স্থানীয় কর্তৃপক্ষ এমন নিয়ম করে যাতে, বেসরকারি হাসপাতালগুলো মানুষের সাধ্যের বাইরে না চলে যায়৷ তাহলে দুর্যোগ ব্যবস্থাপনা আইনের অধীনে প্রত্যেক মানুষের চিকিৎসা করা সম্ভব।

এছাড়া চিকিৎসার সঙ্গে যুক্ত ব্যক্তিদের ত্রাণ দেওয়ার নির্দেশিকা জারি করা হয়েছে৷ বিভিন্ন রাজনৈতিক দলগুলি কোভিড বিধি অনুসরণ করে সভা করছে কিনা সে বিষয়ে নজর রাখার কথা বলেছে সুপ্রিম কোর্ট৷

You may also like

Leave a Reply!