Home দেশ টোল প্লাজা থাকবে না, চালকের অ্যাকাউন্ট থেকে টাকা নেওয়া হবে

টোল প্লাজা থাকবে না, চালকের অ্যাকাউন্ট থেকে টাকা নেওয়া হবে

by banganews

বঙ্গ নিউস, ১৯ ডিসেম্বর, ২০২০ঃ রাস্তার ধারে টোল ব্যবস্থা আর থাকবে না। দুই বছরের মধ্যে ধাপে ধাপে উঠে যাবে টোলপ্লাজা। এবার থেকে জিপিএস পদ্ধতিতে টোল আদায় করবে সরকার। গাড়ির মালিকের থেকে ডিজিটাল পদ্ধতিতে সরাসরি অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হবে। একথা জানিয়েছেন কেন্দ্রীয় সড়ক ও পরিবহন ও হাইওয়ে মন্ত্রী নীতীন গড়করি। রাস্তায় গতি বাড়াতে আর পথ করের পরিমাণ বাড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে জানান কেন্দ্রীয় মন্ত্রী।

আরও পড়ুন বলিউডে অভিনয় করবেন ক্যারিমিনাতি

সম্প্রতি বণিকসভায় বক্তব্য রাখতে গিয়ে গড়করি বলেছেন রাশিয়ার একটি সংস্থার পরামর্শে জিপিএস পদ্ধতিতে টোল নেওয়ার কথা ভাবছে কেন্দ্রীয় সরকার। এর পিছনে দুটি কারণ দেখানো হয়েছে। রাস্তায় টোল দিতে গিয়ে গাড়ির লাইন পড়ে যায় ফলে যানযটের সৃষ্টি হয়, আর অনেক ক্ষেত্রে গাড়ির ভিড়ে টোল ফাকি দেওয়া যায়। এই সমস্যার সমাধানে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টোল কেটে নেওয়ার চিন্তাভাবনা করা হচ্ছে। এছাড়া টোলপ্লাজা গুলিকে রক্ষণাবেক্ষণের জন্য যে বিপুল পরিমাণ অর্থ ব্যয় হয় তা সাশ্রয় করা যাবে। পুরোনো গাড়িগুলিতেও যাতে জিপিএস বসানো যায় সেই আইন আনছে সরকার। গড়করি জানিয়েছেন এই পদ্ধতিতে আগামী ৫ বছরের মধ্যে সরকারের আয় হবে প্রায় ১ লক্ষ ৩৪ হাজার কোটি টাকা।

You may also like

Leave a Reply!