Home দেশ সর্বদল বৈঠকে ভ্যাকসিন নিয়ে বড় ঘোষণা করতে পারেন মোদী

সর্বদল বৈঠকে ভ্যাকসিন নিয়ে বড় ঘোষণা করতে পারেন মোদী

by banganews

জেনোভা বায়ো ফার্মাসিউটিক্য়াল লিমিটেড, ডঃ রেড্ডিস ল্যাবরেটরিজের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভ্যাকসিন তৈরির সঙ্গে যুক্ত ব্যক্তিদের সঙ্গে আলোচনা করেন মোদী। ভ্যাকসিনের প্রয়োজনীয়তা ও গুরুত্ব সাধারণ মানুষকে সহজ ভাষায় সাধারণ মানুষকে বোঝানোর জন্য নির্দেশ দিয়েছেন মোদী। সিরাম ইনস্টিটিউটের সিইও আদর পুনাওয়ালার শনিবার জানিয়েছেন, শীঘ্রই জরুরি ভিত্তিতে ভ্যাক্সিন দেওয়ার প্রক্রিয়া শুরু করতে আবেদন করবেন । এরপরেই মোদীর সর্বদল বৈঠকের ডাক। ফলে জল্পনা তুঙ্গে, ভ্যাকসিন নিয়েও বড় ঘোষণা করতে পারেন মোদী৷

 

আগামীকাল থেকে চালু হচ্ছে নন সাব-আরবান ট্রেন

 

গত মার্চ মাস থেকে ভারতে করোনার সংক্রমণ শুরু হয়েছে৷ এই নিয়ে দ্বিতীয় সর্বদলীয় বৈঠক করছে কেন্দ্র সরকার। মোদী ছাড়াও রাজনাথ, অমিত শাহ, হর্ষ বর্ধন, প্রহ্লাদ যোশী সহ সরকারের শীর্ষ নেতৃত্ব এই বৈঠকে উপস্থিত থাকতে পারেন বলে জানা যাচ্ছে৷ সংক্রমণ বাড়ায় একের পর এক রাজ্য নাইট কার্ফুর পথে হাঁটছে। করোনা বিধি নিষেধ কঠোর ভাবে মানার দিকে জোর দিয়েছে বেশ কয়েকটি রাজ্য। এই অবস্থায় কেন্দ্রীয় সরকার এর ডাকা সর্বদলীয় বৈঠক স্বাভাবিকভাবেই গুরুত্বপূর্ণ । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে এই বৈঠক হওয়ার কথা। সূত্রের খবর, সংসদের দুই কক্ষের একাধিক রাজনৈতিক দলের ফ্লোর লিডারদের ডাকা হয়েছে এই বৈঠকে। শুক্রবার সকাল সাড়ে ১০টা’য় এই বৈঠক হবে।

You may also like

Leave a Reply!