Home বঙ্গ আগামীকাল থেকে চালু হচ্ছে নন সাব-আরবান ট্রেন

আগামীকাল থেকে চালু হচ্ছে নন সাব-আরবান ট্রেন

by banganews

বঙ্গ নিউস, ১ ডিসেম্বর, ২০২০ঃ গত ১১ নভেম্বর জনসাধারণের জন্য ট্রেন চালু হলেও বন্ধ ছিল, আসানসোল মালদহ ডিভিশন থেকে শুরু করে কাটোয়া আজিমগঞ্জ , বর্ধমান-রামপুরহাট শাখার ট্রেন পরিষেবা। এনিয়ে যাত্রীমহলে বাড়ছিল ক্ষোভ, একাধিকবার পিটিশনও দেওয়া হয়েছ। অবশেষে এই নন সাব-আরবান শাখাগুলিতে আগামীকাল থেকে চালু হচ্ছে পরিষেবা।

আরও পড়ুন কলকাতার প্রথম স্বেচ্ছাসেবক ফিরহাদ হাকিম, কবে কোথায় টিকা নেবেন নিজেই জানালেন

মোট ২৭ জোড়া অর্থাৎ ৫৪ টি ট্রেন চলবে এই শাখাগুলিতে। হাওড়া ডিভিশনে চলবে ৩০ টি ট্রেন। বর্ধমান রামপুরহাটে চলবে ৮ টি ট্রেন। ২২ টি ট্রেন চলবে আসানসোল ডিভিশনে আর ২ টি ট্রেন চলবে মালদহ ডিভিশনে। কাটোয়া আজিমগঞ্জের মধ্যে চলবে ৮ টি ট্রেন, আজিমগঞ্জ রামপুরহাটের মধ্যে চলবে ৪ টি ট্রেন আর রামপুরহাট, দুমকা যশিডির মধ্যে চলবে ২ টি ট্রেন। আসানসোল ধানবাদের মধ্যে চলবে ৪ টি ট্রেন। কোভিড প্রটোকল মেনেই এই শাখাগুলিতে ট্রেন চলাচল করবে। এই নন সাব-আরবান শাখাগুলিতে ট্রেন না চলায় জেলার মানুষরা অসুবিধার মধ্যে পড়েছিলেন। বহরমপুরের সাংসদ এনিয়ে রেলমন্ত্রকে চিঠিও পাঠিয়েছিলেন। বিধায়ক মিল্টন রশিদও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছিলেন বীরভূম জেলায় লোকাল ট্রেন চালুর জন্য। দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে নন সাব-আরবান শাখায় কাল থেকে ট্রেন চালু হচ্ছে।

You may also like

Leave a Reply!