Home দেশ নভেম্বরে রাজ্যকে চাল পাঠাবে না , মুখ্যসচিব কে চিঠি দিয়ে জানাল কেন্দ্র

নভেম্বরে রাজ্যকে চাল পাঠাবে না , মুখ্যসচিব কে চিঠি দিয়ে জানাল কেন্দ্র

by banganews

দিল্লি, ২৫ অক্টোবর, ২০২০ঃ  ফের কেন্দ্রের জনবিরোধী নীতির শিকার রাজ্যের অসহায় গরীব মানুষ। ২৩ অক্টোবর পর্যন্ত অন্ন বিতরণ পোর্টালে তথ্য না থাকার অভিযোগে রাজ্যকে নভেম্বরের চাল দেওয়া হবে না বলে জানিয়েছে কেন্দ্র। এই মর্মে খাদ্যদফতরের মুখ্যসচিব কে চিঠি পাঠিয়েছে কেন্দ্র। করোনা আবহে লকডাউনের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছিলেন গরিব কল্যাণ প্রকল্পে ৮০ কোটি মানুষকে চলতি বছরের নভেম্বরের শেষ পর্যন্ত বিনামূল্যে চাল দেওয়া হবে। কিন্তু হঠাৎই সঠিক তথ্য প্রকাশ না করার অজুহাতে নভেম্বরের চাল বিতরণে নিষেধাক্কা জারি করেছে কেন্দ্র ফলে অনেক গরীব মানুষ সমস্যায় পড়তে চলেছে।

আরও পড়ুন বিহারে ভোটপ্রার্থীকে গুলি করে খুন

যদিও কেন্দ্রের এই রেশনের মান নিয়ে আগেই অসন্তোষ প্রকাশ করেছিল খাদ্য দফতর। মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য আগেই ঘোষণা করেছেন আগামী জুন পর্যন্ত বিনামূল্যে তিনি রেশন দেবেন রাজ্যবাসীকে। তবে কেন্দ্রের রেশনের মান নিয়ে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী নিজেও। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ খাদ্য যোজনা’র গ্রাহকদের জন্য যে খাদ্যশস্য পাঠানো হয় তা খুবই নিম্নমানের। মুখ্যমন্ত্রী নিজেও বলেছে ফুড কর্পোরেশন থেকে যে চাল দেওয়া হয় তার গুনগত মান অত্যন্ত খারাপ, কিন্তু রাজ্যসরকার যেটা দেয় সেটা সরাসরি চাষির থেকে নেওয়া হয়। কেন্দ্রের এই সিদ্ধান্তে ফের রাজ্য কেন্দ্র সংঘাতের আশঙ্কা করছে রাজনৈতিক মহল।

You may also like

Leave a Reply!