Home দেশ বিহারে ভোটপ্রার্থীকে গুলি করে খুন

বিহারে ভোটপ্রার্থীকে গুলি করে খুন

by banganews

বিহার, ২৫ অক্টোবর, ২০২০ঃ  নির্বাচনের আগে রক্তাক্ত বিহার। ভোটের প্রচারে জনতা দল রাষ্ট্রবাদী পার্টির প্রার্থী নারায়ণ সিংকে খুন করা হয়েছে বলে অভিযোগ । শনিবার ভোটের প্রচারে শেওহর জেলার হাথসার গ্রামে এসছিলেন তিনি, অভিযোগ তখনই তাঁকে লক্ষ করে দুস্কৃতীরা গুলি করেন। হাসপাতালে নিয়ে যাওয়া হলে নারায়ন সিংকে মৃত বলে জানান চিকিৎসকরা। এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছেন বিহার পুলিশ। পূর্ণিয়া থানা এলাকায় প্রচারে এসছিলেন নারায়ণ সিং।

আরও পড়ুন সেনা ক্যান্টিনে নিষিদ্ধ হচ্ছে বিদেশী সামগ্রী বিক্রি

জেলার এক পুলিশ আধিকারিক সূত্রে খবর প্রার্থী নারায়ণ সিংয়ের সমর্থক দের মধ্যেই আততায়ী ছিলেন। শনিবার প্রচারের সময় নারায়ণ সিং ও তাঁর সমর্থকদের উপর হামলা হয়। ভোটের আগে উত্তেজনা রয়েছে বিহারে। গোয়েন্দা সূত্রে খবর শীর্ষ রাজনৈতিক নেতাদের খুন করার ছক কষছে মাওবাদীরা। বিভিন্ন এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। বিশেষ করে ঝাড়খণ্ড সীমান্ত এলাকার মাওবাদী অধ্যুষিত জেলাগুলির উপর বিশেষ নজর রাখা হচ্ছে। ইতিমধ্যেই প্রথম দফার ভোট হয়ে গিয়েছে বিহারে। পরবর্তী ৩ ও ৭ নভেম্বর ভোট গ্রহণ হবে ফলাফল ঘোষণা হবে ১০ নভেম্বর।

You may also like

Leave a Reply!