Home দেশ বিহারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত ১১

বিহারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত ১১

by banganews

এমনিতেই করোনার জেরে প্রতদিন বেড়েই চলেছে মৃতের সংখ্যা ৷ এর সঙ্গে প্রকৃতিও সামিল হল। মঙ্গলবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে মোট ১১ জনের ৷ গুরুতর আহত হয়েছেন ৯ জন ৷ বাঁকা জেলায় মৃত্যু হয়েছে ৪ জনের ৷  এর পাশাপাশি বেলহরের চৌরা, শম্ভুগঞ্জের গদিমোহন, গিধোরা ও ভারতশিলা রয়েছে যেখানে এক এক জনের মৃত্যুর হয়েছে ৷ জমুই জেলের ৩টি আলাদা পরিবারের ৩ জনের মৃত্যু হয়েছে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৷ আহত হয়েছে দু’জন ৷

আরও পড়ুন :  মাস্ক পরুন অনুরোধ জানিয়ে স্থানীয় উর্দু সংবাদপত্র পাঠকদের মাস্ক দিলেন

রবিবার বাবুডিহ গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে মা ও ছেলের ৷ দু’জনে জমিতে বসে খাচ্ছিলেন যখন দুর্ঘটনাটি ঘটে ৷ এছাড়া নালন্দা জেলায়ও ৩ জনের মৃত্য হয়েছে ৷
সীমাঞ্চল, চম্পারণ ও মিথিলাঞ্চল জেলায় মৌসম বিভাগের তরফে সতর্কতা জারি করা হয়েছে ৷
মৌসম বিভাগের তরফে জানানো হয়েছে আগামী তিন দিন পর্যন্ত প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ নেপালের জলগ্রহণ থেকে বিহারের তেরাই এলাকা পর্যন্ত প্রবল বৃষ্টির সম্ভাবনা ৷ সমস্ত জেলার এনডিআরএফ ও এসডিআরএফ টিমগুলিকে তৈরি থাকতে বলা হয়েছে ৷

You may also like

Leave a Reply!