Home দেশ ভুটানে করোনা আক্রান্ত মানুষের ৯০% সুস্থ

ভুটানে করোনা আক্রান্ত মানুষের ৯০% সুস্থ

by banganews

ভারতে এখন করেনার ধাক্কা সামলে উঠতে পারেনি৷ প্রতিবেশী ভূটান এখন অনেকটাই ভালো আছে৷ টানা তিন মাসের বেশি লড়াই করে ভুটান এখনও করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা যান নি।

ভুটান সরকারের দাবি, দেশে ৮৪ জন করোনা আক্রান্তের মধ্যে ৭৮ জনই সেরে উঠেছেন। সুস্থতার হার ৯০ শতাংশের বেশি। মঙ্গলবারের সর্বশেষ করোনা পরিস্থিতি রিপোর্টে ভুটান স্বাস্থ্য মন্ত্রকের দাবির পরেই আন্তর্জাতিক মহলে গুঞ্জন শুরু হয়েছে৷

আরও পড়ুন করোনাযোদ্ধার মৃত্যু হলে পরিবারের চাকরি, ঘোষণা মুখ্যমন্ত্রীর

 

ভুটানের সংবাদ সংস্থা বিবিএস ও চিনা সংবাদ সংস্থা জিনহুয়া জানাচ্ছে রাজা জিগমে খেসর নামগিয়াল ওয়াংচুক ও প্রধানমন্ত্রী ড. লোটে শেরিংয়ের নেতৃত্বে করোনা রুখতে দুর্গম এলাকাতেও চলছে বিশেষ পরীক্ষা।

শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইনে ক্লাস চলছে।
সেই সঙ্গে জারি হয়েছে সতর্কতা। ভারত লাগোয়া দক্ষিণাঞ্চলের জেলাগুলিতে যারা বাস করেন তাদের শারীরিক দূরত্ব বজায় রাখা ও অন্যান্য স্বাস্থগত বিধি মেনে চলতেই হবে।

চিন ও ভারতের মাঝে ছোট দেশ ভুটান। করোনার হামলা চিনে শুরু হতেই নিজেদের রক্ষায় তৎপর হয়েছিল এই দেশ। তবে যে সব ভুটানি বিদেশ থেকে ফিরছেন তাদের মাধ্যমে করোনা সংক্রমণ বাড়ছে এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে৷

You may also like

Leave a Reply!